দাপুটে জয় দিয়েই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ ২-১ ব্যবধানে জিতলো পাকিস্তান। তৃতীয় ওয়ানডেতে শোয়েব মালিক ও মোহাম্মদ হাফিজের ১১৩ রানের জুটিতে ক্যারিবীয়দের ৬ উইকেটে হারিয়েছে সফরকারীরা।
অবশ্য ২৩৪ রানের লক্ষ্যে খেলতে নেমে পাকিস্তানের শুরুটা ছিল ঘটনাবহুল! প্রথম বলেই ছিল উইকেটের পতন। শুধু তাই নয় প্রথম দিকেই মুখোমুখি সংঘর্ষে পড়েন আহমেদ শেহজাদ ও বাবর আজম। ৬ ওভারেই ঘটে এসব ঘটনা। এমনকি ৩৬ রানেই পড়ে ৩ উইকেট! আর সেই দলকেই টেনে তুলেন হাফিজ ও শোয়েব মালিক। হাফিজ ৮১ রানে ফিরলেও নবম সেঞ্চুরি হাঁকান মালিক। ১১১ বলে ১০১ রানে অপরাজিত থাকেন। যেখানে ছিল ১০টি চার ও দুটি ছয়। সঙ্গে শেষ দিকে সরফরাজকে সঙ্গে নিয়ে ৪৩.১ ওভারে জয় নিয়ে মাঠ ছাড়েন দুজন।
এর আগে টস জিতে ৯ উইকেটে ২৩৩ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। শাই হোপের ৭১ ও জেসন মোহাম্মদের ৫৯ রানই ছিল উল্লেখযোগ্য। পাকিস্তানের পক্ষে দুটি করে উইকেট নেন মোহাম্মদ আমির, জুনায়েদ খান ও শাদাব খান।
সিরিজ ও ম্যাচসেরা দুটোই হন শোয়েব মালিক।