জাতীয়

ভারতে সরকারি ওয়েবসাইটে গরুর মাংসের বিজ্ঞাপন, তুমুল বিতর্ক

By daily satkhira

January 18, 2020

অনলাইন ডেস্ক:  ভারতের কেরালার পর্যটন বিভাগের ওয়েবসাইটে গরুর মাংসের রেসিপির ছবি ফলাও করা হয়েছে। আর সেই ছবি নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে।   নিজেদের ওয়েবসাইটে কেরালা পর্যটন দফতর স্থানীয় ‘বিফ উলারথিয়াতু’ অর্থাৎ সহজ ভাষায় গরুর মাংসের ছবি দিয়ে তার রেসিপিও লিখেছে। এরপর বিষয়টি নিয়ে সামাজিকমাধ্যমে ট্রোল হয়। অনেকেই বিরোধিতা করে লিখেছেন, এই ছবি তাদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করছে। তাদের যুক্তি, গরু ও অন্যান্য গবাদি পশুকে দেবতা মেনে পূজা করা হয়, সেখানে গরুর মাংসের মতো খাবারের ছবি দিয়ে বিজ্ঞাপন করা দ্বিচারিতার পরিচয় সরকার।  তবে কেরালার পর্যটন মন্ত্রী কারাকামপল্লি সুরেন্দ্রনের যুক্তি, কোনো ধর্মীয় সম্প্রদায়কে ভাবাবেগে আঘাত করার কোনো উদ্দেশ্য ছিল না।  তিনি বলেন, আমার বিশ্বাস কেরালায় কেউ ধর্মের সঙ্গে খাদ্যকে সম্পর্কিত করে না। একে ধর্মের রং দেয়ার যে চেষ্টা চলছে, তা নিন্দনীয়।

তথ্যসূত্রে: যুগান্তর