আশাশুনি

সাতক্ষীরাকে জঙ্গিমুক্ত করা হবে …… পুলিশ সুপার আলতাফ হোসেন

By daily satkhira

September 09, 2016

আশাশুনি প্রতিনিধি: সাতক্ষীরা পুলিশ সুপার আলতাফ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষনা অনুযায়ী ডিজিটাল বাংলাদেশ গড়ার মধ্যেমে দেশকে সমৃদ্ধ করা হবে। দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য জঙ্গিবাদীরা বিভিন্ন স্থানে বিভিন্ন নামে নাশকতা করছে। তাই প্রযুক্তিগত উন্নয়ন ও আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে তাদের জঙ্গিবাদী কর্মকান্ডকে নস্যাত করা হবে। যে কোন মূল্যে সাতক্ষীরাকে জঙ্গীমুক্ত জেলায় পরিনত করা হবে। আশাশুনির বুধহাটা বাজারে সি সি টিভি ক্যামেরার উদ্বোধন এবং জঙ্গিবাদ ও নাশকতা প্রতিরোধে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার এসব কথা বলেন। তিনি আরও বলেন, যুবকদের মগজ ধোলাই করে যারা জান্নাতে যাওয়ার শর্ট কাট পথ দেখাচ্ছে। তারা ভ্রান্ত নীতির উপর রয়েছে। প্রকৃতপক্ষে জান্নাতে যাওয়ার কোন শর্ট কাট পথ নেই। যারা দেশকে, দেশের পতাকাকে ভালবাসেন তারা কোন নাশকতার কাজে জড়িত হতে পারে না। ২০১৩-১৪ সালে গাছ কেটে, রাস্তা কেটে যারা সাতক্ষীরার শান্ত জনপদকে অশান্ত করার চেষ্টা করেছিল তাদের কেউ আইনের হাত থেকে রক্ষা পাবেনা। আশাশুনি থানা পুলিশ ও বুধহাটা বাজার ব্যবসায়ীবৃন্দের সার্বিক সহযোগিতায় ও বুধহাটা ইউপি চেয়ারম্যান’র বাস্তবায়নে শুক্রবার বিকাল ৪টায় বুধহাটা বি.বি.এম কলেজিয়েট স্কুল চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্বে করেন বুধহাটা ইউপি চেয়ারম্যান ও বণিক সমিতির সভাপতি প্রকৌশলী আ ব ম মোছাদ্দেক। উপজেলা আ’লীগ সাবেক সাংগঠনিক সম্পাদক এনএমবি রাশেদ সরোয়ার শেলী’র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলার আ’লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এবিএমডি মোস্তাকিম, সহকারি পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মীর্জা সালাউদ্দীন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম রহমান ও শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা শাকিল। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, ইউপি চেয়ারম্যান প্রভাষক ম. মোনায়েম হোসেন, জাকির হোসেন, আলমগীর আলম লিটন, স ম সেলিম রেজা মিলন, আ’লীগ নেতা রাজ্যেশ্বর দাস, বুধহাটা বি.বি.এম কলেজিয়েট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দাউদ হোসেন, জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ নেতা অসীম বরণ চক্রবর্তী, আ’লীগ নেতা বুদ্ধদেব সরকার প্রমূখ।  বাজারের নিরাপত্তার স্বার্থে আলোচনা সভা শেষে বুধহাটা প্রধান অতিথি সুইচ টিপে সি সি টিভি ক্যামেরার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।