সাতক্ষীরা

প্রায় দশ ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার পর জেলাবাসী পেল বিদ্যুতের দেখা

By Daily Satkhira

April 13, 2017

আসাদুজ্জামান : টানা প্রায় দশ ঘণ্টা সাতক্ষীরা জেলা ব্যাপী বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার পর অবশেষে আবারও বিদ্যুতের দেখা মেলে। বৃহস্পতিবার ভোর রাত তিন টার দিকে জেলা ব্যাপী বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এর পর দুপুর দেড়টার দিকে আবারও দেখা মেলে বিদ্যুতের। এদিকে, টানা প্রায় দশ ঘণ্টা বিদ্যুৎ না থাকায় জেলার ২২ লাখ মানুষ ভ্যাবসা গরমে অতিষ্ঠ হয়ে পড়ে। বিশেষ করে হাসপাতালের শিশু ও বয়স্কর রুগীদের মধ্যে নাভিশ্বাস উঠে যায়। সাতক্ষীরা শহরের একাধিক লোকজন জানান, সাড়ে প্রায় দশ বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় ভ্যাবসা গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়ে। প্রচন্ড গরমে সাধারণ মানুষ নাকাল হয়ে পড়ে। বিশেষ করে এইচএসসি পরীক্ষার্থীরা এ সময় চরম বিপাকে পড়ে। দুপুর দেড়টার দিকে আবারও বিদ্যুৎ চালু হলে সাধারন মানুষের মধ্যে কিছুটা হলেও স্বস্তির নিঃশ^াস ফিরে আসে।

সাতক্ষীরা বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: রোকনুজ্জামান জানান, সাতক্ষীরা জেলায় খুলনা থেকে বিদ্যুৎ সরবরাহ হয়। এর পর এই বিদ্যুৎ শহরের অদূরে বিনেরপোতা ৩৩ হাজার ভোল্ট গ্রীডের মাধ্যমে সাতক্ষীরা জেলায় সরবরাহ করা হয়। কিন্তু এই ৩৩ হাজার ভোল্ট গ্রীডের ইনসুলেটার পিন ক্রাক করায় গোটা জেলা ব্যাপী বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে মেরামতের কাজ শেষে আবারও  বিদ্যুৎ চালু করা হয়।