আশাশুনি

পৈত্রিক সম্পত্তি দখলের পায়তারার প্রতিবাদে সংবাদ সম্মেলন

By daily satkhira

January 18, 2020

নিজস্ব প্রতিনিধি: সাতÿীরার দহাকুলায় আদালতে মামলা চলমান অবস্থায় পৈত্রিক সম্পত্তি অবৈধভাবে দখলের পায়তারার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সাতÿীরা প্রেসক্লাবে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন, সদর উপজেলার দহাকুলা পূর্বপাড়া গ্রামের মৃত আছির উদ্দীন সরদার (কাহার) এর পুত্র রমজান আলী ও একই গ্রামের সুরাত আলীর পুত্র ফারুক হোসেন। সংবাদ সম্মেলনে এ সময় লিখিত পাঠ করেন, রমজান আলী। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমার পিতা মৃত আছির উদ্দীনের পৈত্রিক সম্পত্তি তার ওয়ারেশগণকে না দিয়ে অন্য শরিক নছির উদ্দীনের পুত্র মনির, জালাল, খলিল, হাফিজুলগং অবৈধভাবে দখলের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। প্রকৃতপÿে দহাকুলার সাবেক ২৯৫ ও ২৯৬ নং খতিয়ানে মোট ১১টি দাগে ৫.৪২ শতক সম্পত্তির মূল মালিক কানাই কাহার। কানাই কাহারের পুত্র যথাক্রমে দেরাজতুল্যা, ফেরাজতুল্যা, এফাজতুল্যা ও নবুউল্যা। উক্ত সম্পত্তি ওয়ারেশ হিসাবে দেরাজতুলøাহর ওয়ারেশ দুলিলি ও নছিরউদ্দীন ১০৮.৪১ শতক, ফেরাজতুল্যার ওয়ারেশ আছির উদ্দীন ও খাতুন বিবি ১৪৪.৫৩ শতক, এফাজতুল্যাহর ওয়ারেশ বরকত, ফুলমতি ও পুটি ১৪৪.৫৩ শতক এবং নবুউল্যার ওয়াশে সুরাত ও সামছুর ১৪৪.৫৩ শতক সম্পত্তি পান। আমরা আছিরউদ্দীনের ওয়ারেশ। কিন্তু অন্য ওয়ারেশ নছিরউদ্দীনের ৪ পুত্র মনির, জালাল, খলিল, হাফিজুল গং আইন আদালতের তোয়াক্কা না করে অবৈধভাবে উক্ত সম্পত্তি সব দখলের ষড়যন্ত্রে লিপ্ত হয়। এঘটনায় আদালতে ৩টি মামলা চলমান রয়েছে। আদালতের রায় আসার পূর্বেই তারা আমাদের বিভিন্নভাবে হয়রানি করে কৌশলে সম্পত্তি দখলের উদ্দেশ্যে আমাদের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দায়ের করে এবং খুন জখমের হুমকি ধামকি প্রদর্শন করে যাচ্ছে। আমরা আশংকা করছি যে কোন সময় উলেøখিত ব্যক্তিরা ভাড়াটিয়া বাহিনীর সহযোগিতায় অস্ত্র শস্ত্র প্রদর্শন করে আমাদের পৈত্রিক সম্পত্তি দখল করে নিতে পারে। এ নিয়ে এলাকায় বড় ধরনের রক্তÿয়ী সংঘর্ষ হওয়ার আশংকা বিরাজ করছে। সংবাদ সম্মেলন থেকে এ সময় রমজান ও ফারুক তাদের পৈত্রিক সম্পত্তি রÿার্থে ওই পর সম্পদ লোভী চার ভাই যাতে উক্ত সম্পত্তি অবৈধভাবে দখল করতে না পারে সে জন্য দ্রæত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবীতে সাতÿীরা জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশিøষ্ট কর্তৃপÿের আশু হ¯Íÿেপ কামনা করেছেন।