সাতক্ষীরা

প্রাণসায়র খাল খননে ক্ষতিগ্রস্থদের দ্রæত ক্ষতিপূরণের দাবিতে সমাবেশ

By daily satkhira

January 18, 2020

নিজস্ব প্রতিনিধি : প্রাণ সায়র খাল খননে ক্ষতিগ্রস্থদের দ্রæত ক্ষতিপূরণের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৮ জানুয়ারী শনিবার বিকাল ৪ টায় থানাঘাটা ব্রিজ সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন সমাজ সেবক মো: সিরাজুল ইসলাম। উপস্থিত ছিলেন সদর থানা আ’লীগের সহ সভাপতি সরদার নজরুল ইসলাম, সদর থানা বিএনপি’র আইন বিষয়ক সম্পাদক এড. আকবার আলী, জেলা ভুমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, নদী ও পরিবেশ রÿা কমিটির সহ সভাপতি শেখ শওকত আলী, শেখ ফারুক হোসেন, হাফিজুর রহমান, একরামুল কাদির, এনতাজ আলী মোড়ল, রবিউল ইসলাম, বাবলু হাসান প্রমুখ।   সভায় নেতৃবৃন্দ বলেন, প্রাণ সায়র খনন করতে গিয়ে ইচ্ছামত রের্কীয় সম্পত্তির বাড়িঘর ভাংচুর করা হচ্ছে। ইচ্ছামত গাছপালা কেটে উজার করা হচ্ছে। এছাড়া কবর স্থান, শ্মশানঘাট ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে। বক্তারা উক্ত বিষয়ে আগামী ৪৮ ঘন্টার মধ্যে জেলা প্রশাসক মহোদয়ের হ¯Íÿেপ কামনা করেন। তিনি হ¯Íÿেপ না করলে তীব্র আন্দেলনের কর্মসূচি ঘোষণা করা হবে।