সাতক্ষীরা

জেলা ওয়ার্কার্স পার্টির শোক

By daily satkhira

January 19, 2020

প্রেস বিজ্ঞপ্তি: ওয়ার্কার্স পার্টির সাতক্ষীরা জেলা কমিটির অন্যতম সদস্য আব্দুল জলিল মোড়ল ও জাতীয় কৃষক সমিতির জালালপুর ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক খলিলুর রহমান এর মাতা আমেনা বেগম ১৮ জানুয়ারি দিবাগত রাত ৩টায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি বহু আতœীয় সজন ও গুনগ্রাহী রেখে গেছেন এবং সুরুলিয়া ইউনিয়ন ওয়ার্কার্স পার্টির সদস্য সঞ্জয় দাশের মাতা দিপালী দাস (৫৫) ১৭ জানুয়ারি রাত ৮.১০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন। তাদের মৃত্যূতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি প্রদান করেছেন জেলা ওয়ার্কাস পার্টির সভাপতি কম. এড. মুস্তফা লুৎফুল্লাহ এমপি, সাধারণ সম্পাদক কম. এড, ফাহিমুল হক কিসলু, উপাধ্যক্ষ কম. মহিবুল্লাহ মোড়ল, কম. অধ্যাপক সাবীর হোসেন, উপাধ্যক্ষ কম. ময়নুল হাসান, ইঞ্জি: কম. আবেদুর রহমান, অধ্যাপক কম. রফিকুল ইসলাম, মাস্টার কম. আব্দুর রউফ, কম. স্বপন কুমার শীল, প্রধান শিক্ষক কম. নাসরীন খানম লিপি, কম. অজিত কুমার রাজবংশী, কম. মফিজুল হক জাহাঙ্গীর, কম. নির্মল কুমার সরকার, অধ্যক্ষ কম. শিব পদ গাইন, প্রভাষক কম. হিরন্বময় মন্ডল প্রমূখ।