সাতক্ষীরা

বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির কর্মবিরতি পালন

By daily satkhira

January 20, 2020

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির(বাকাসস)কর্মচারীরা কর্মবিরতি পালন করেছে। ২০ জানুয়ারি সকালে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক এই কর্মসূচির আয়োজন করা হয়। সুজা চৌধুরির সভাপতিত্বে সাতÿীরা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে সাকল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত এই কর্মবিরতি চলে। সভায় বক্তব্য রাখেন(বাকাসস)এর সাতÿীরা জেলা সভাপতি মাকছুদুর চৌধুরি সুজা,সেক্রেটারি ওয়াজেদুর রহমান সহ অন্যরা। সভায় বক্তার বলেন ইতিপূর্বে দেশের অন্যান্য দপ্তরের কর্মচারিদের পদ,পদবী পরিবর্তন সহ বেতন গ্রেড্রের উন্নতি করা হয়েছে। কিন্তু আমরা যারা বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির(বাকাসস)কর্মচারী তাদের এখনও পর্যন্ত কোন ধরনের পদ,পদবী পরিবর্তন সহ বেতন গ্রেড্রের উন্নতি করা হয়নি। অবিলম্বে আমাদের যৌক্তিক দাবি মেনে নেয়া হোক। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আগামী ২১ জানুয়ারি সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত সাতÿীরা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে পুনরায় কর্মবিরতি কর্মসূচি পালন করা হবে। উক্ত কর্মসূচিতে অংশ গ্রহন করেন সাতÿীরা জেলা প্রশাসকের কার্যালয়,উপজেলা নির্বাহী অফিসারের কর্যালয় এবং উপজেলা ভূমি অফিসে কর্মরত বাপ্পী, অজম,হান্নান, রুপালি, খালেদা,ভবোতস, জগদিস, মোয়াজ্জেম, রতন, পলি রনি, নজরুল, রুহুল আমিন, শ্যামল কুমার, মাসকুরা, আফরোজা সহ অন্যান্য কর্মচারীবৃন্দ।