শ্যামনগর

শ্যামনগরের ভুরুলিয়ার সিদ্দিক কর্তৃক সংখ্যালঘু পরিবারের সদস্যের খুন জখমের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

By daily satkhira

January 20, 2020

নিজস্ব প্রতিনিধি ঃ সাতÿীরার শ্যামনগরের ভুরুলিয়ার চিহ্নিত ভ‚মিদস্যু ও দালাল সিদ্দিক কর্তৃক সংখ্যালঘু পরিবারের সদস্যের জমির উপর দিয়ে পানি সরাতে না দেওয়ায় তাদের খুন জখমের হুমকি দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সাতÿীরা প্রেসক্লাবে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন, উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের শ্রীফলতলা গ্রামের মৃত কেদার নাথ মন্ডলের ছেলে ভুক্তভোগী হিমাংশু কুমার মন্ডল। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, শ্রীফলতলা মৌজায় ৭৫,৯৯ ও ৮৪ দাগে আমার .৪৪ শতক জমি রয়েছে। উক্ত জমিটি বিলের অন্যান্য জমির তুলনায় উচু হওয়ায় জমিটি বীজতলা হিসাবে দীর্ঘদিন ধরে আমি ব্যবহার করে আসছি। ওই বীজ নিয়ে পরবর্তীতে অন্যান্য জমিতে চাষাবাদ করা হয়। কিন্তু উক্ত সম্পত্তির উপর কুনজর পড়ে একই ইউনিয়নের সিরাজপুর গ্রামের চিহ্নিত ভ‚মিদস্যু মৃত. হানিফ মহাজনের পুত্র মোঃ সিদ্দিকুর রহমানের। সে কৌশলে উক্ত সম্পত্তি দখলের ষড়যন্ত্রে লিপ্ত হয়। কিন্তু দখল করতে না পেরে উক্ত সম্পত্তিটি মূল্যহীন করার উদ্দেশ্যে তার বসতবাড়ির পানি নিস্কাশনের জন্য জোরপূর্বক সরকারি রা¯Íা কেটে ইউড্রেন নির্মানের ষড়যন্ত্র শুরু করে। সেখানে উক্ত ইউড্রেনটি হলে আমার বীজতলার জমিটি বছরের অধিকাংশ সময় পানিতে তলিয়ে থাকবে। ফলে আমার বীজতলা নষ্ট হবে। চাষাবাদের ÿেত্রে আমি মারাত্মক ÿতির সম্মুখিন হবো। এবিষয়ে প্রতিকার পেতে গত ০৭/০২/২০১৯ তারিখে আমার স্ত্রী সুজিতা রাণী মন্ডল বাদী হয়ে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগটি পাওয়ার পর উপজেলা নির্বাহী অফিসার সেখানে ইউড্রেনটি নির্মাণ না করার নির্দেশ দেন। সে অনুযায়ী ইউড্রেন নির্মাণ কার্যক্রম বন্ধ হয়ে যায়। এদিকে, আমার সম্পত্তির পাশে থাকা সড়কটি পাকাকরণের কাজ প্রায় শেষ হয়েছে। কিন্তু ওই ভ‚মিদস্যু সিদ্দিকের কু পরামর্শে সংশিøষ্ট ঠিকাদার আমার সম্পত্তির সামনের কিছু স্থান ফাঁকা রেখেছেন। সেখানে নাকি জোরপূর্বক ইউড্রেন নির্মাণ করবেন। গত ১৩ জানুয়ারি আমি উক্ত সম্পত্তিতে গেলে সিদ্দিকুর ও তার সন্ত্রাসী বাহিনী আমাকে মারপিট করতে উদ্যাত হয়। তখন আমি উপায়ন্তর হয়ে গত ১৩ জানুয়ারি ২০২০ তারিখে সাতÿীরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৫ ধারায় একটি মামলা দায়ের করি। আদালত মামলাটি গ্রহণ করে উক্ত স্থানে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সংশিøষ্ট থানা পুলিশকে নির্দেশ দেন। এত সিদ্দিকুর আরো ÿিপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে সে আমাকে ও আমার পরিবারের সদস্যদের খুন জখমের হুমকি ধামকি প্রদর্শন করে বলে আমাকে উক্ত জমি থেকে উচ্ছেদ করে ভারতে তাড়িয়ে দেবে। তিনি আরো বলেন, উক্ত সিদ্দিকুর এলাকার চিহ্নিত ভ‚মিদস্যু। তার একটি সন্ত্রাসী ভাড়াটিয়া বাহিনী রয়েছে। তার ওই বাহিনী দিয়ে সে যে কোন সময় আমাকে মারাত্মক ÿতি করতে পারে বলে আশংকা করছি। এমতাবস্থায় তিনি (হিমাংশু মন্ডল) উক্ত ভ‚মিদস্যু সিদ্দিকুর বাহিনীর হাত থেকে তার বীজ তলার সম্পত্তি রÿা এবং জীবনের নিরাপত্তার দাবিতে সাতÿীরা পুলিশ সুপারসহ সংশিøষ্ট কর্তৃপÿের আশু হ¯Íÿেপ কামনা করেছেন।##