সাতক্ষীরা

ভাতা উত্তোলনের আগেই না ফেরার দেশে চন্দনা

By daily satkhira

January 20, 2020

নিজস্ব প্রতিনিধি : আশাশুনির শবদলপুরের সেই চন্দনা সরকার অবশেষে বিশেষ কোটায় সদ্য বয়স্ক ভাতার কার্ড পেলেও ভাতা উত্তোলন করার আগেই চলে গেলেন না ফেরার দেশে। রোববার শেষ রাত ৩ টার দিকে উপজেলার শবদলপুর (কোদন্ডা) গ্রামের পতিত সরকারের স্ত্রী চন্দনা সরকার (৮৮) বার্ধক্য জনিত কারনে মৃত্যু বরন করেন। সোমবার দুপুরে পার্শ্ববর্তী শ্মশানে তার অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। সাত বছর আগে স্বামী যায়। চার ছেলে ও তিন মেয়ের জননী তিনি। থাকেন অসুস্থ ছেলে জয়দেব সরকারের কাছে। জয়দেব নিজে ও তার স্ত্রী সুলতা সরকারও অসুস্থ। পুতনি খলিষানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক। বাবা মায়ের সঙ্গে ঠাকুর মাকেও দেখভাল করতো সে। এবিষয়ে পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে চন্দনার ভাতার কার্ড, কম্বলসহ আর্থিক সহযোগিতা করেন অনেকেই। কিন্তু তা ভোগ করা হলো না চন্দনার।