শ্যামনগর

মুম্বাইয়ের মেয়ে ষোড়ষী সিমরান এখন শ্যামনগরে

By Daily Satkhira

April 13, 2017

মোস্তফা কামাল, শ্যামনগর : ভারতের মুম্বাই শহরের সিরাজী নগর এলাকার মহসীন শেখের ষোড়ষী কন্যা সিমরান এখন পরিচয়হীন অবস্থায় শ্যামনগর থানা পুলিশ হেফাজতে রয়েছে। শ্যামনগর প্রশাসন চায় মেয়েটিকে তার আসল ঠিকানায় ফেরত দিতে। বুধবার সকালে সিমরানকে শ্যামনগর ভেটখালী ব্রীজ এলাকায় পাওয়া যায়। সে হিন্দিতে ও বাংলায় ভাংগা ভাংগা কথা বলতে পারে। এলাকাবাসী তাকে বুধবার সকালে ভেটখালী ব্রীজের পাশে ঘোরা ফেরা করতে দেখে জিজ্ঞাসাবাদ করে, সিমরান কোন পরিচয় না বলতে পারলেও সে বাংলায় ভাংগা ভাংগা কন্ঠে আমি মুম্বাই যাব বলে। বিষয়টি স্থানীয় লোকজন তাৎক্ষনিকভাবে ফেসবুকে একটি পোষ্ট ছাড়ে। বিষয়টি শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সায়েদ মোঃ মনজুর আলম এর নজরে আসে। তিনি তাৎক্ষনিকভাবে ব্যবস্থা গ্রহনের জন্য উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শহিদুল ইসলামকে দির্দেশ দেন। সমাজ সেবা কর্মকর্তা শ্যামনগর থানা পুলিশের সহযোগতিায় মেয়েটিকে উদ্ধার করে শ্যামনগর থানায় নিয়ে আসে। বর্তমানে মেয়েটি পুলিশের হেফাজতে আছে। এ বিষয়ে সমাজ সেবা কর্মকর্তা বলেন, মেয়েটি গত ৮ মাস পূর্বে বেনাপোলের রঘুনাথপুর এলাকায় তার বোনের বাড়িতে বেড়াতে এসেছিল। বোনের সাথে ঝগড়া করে সে ভারতে যাওয়ার উদ্দেশ্যে চলে যায়। কিন্তু কীভাবে কার সাথে শ্যামনগরে আসলো তা এখনও জানা যায় নি। তবে মেয়েটিকে আসল ঠিকানায় পৌছে দেওয়া হবে।