কালিগঞ্জ

কালিগঞ্জে টিকাদান ও ডেইরি খামার ব্যবস্থাপনা বিষয়ক প্রশিÿণ

By daily satkhira

January 20, 2020

কালিগঞ্জ প্রতিনিধি\ কালিগঞ্জে ভেটেরিনারী টিকাদান ও ডেইরি খামার ব্যবস্থপনা বিষয়ক প্রশিÿন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় প্রাণি সম্পদ কার্যালয়ের সার্বিক ব্যবস্থাপনায় কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেল। মুজিবর্ষের অঙ্গিকার, খামারি আমার অহাঙ্কার শেøাগানকে সামনে রেখে উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মনোজিৎ কুমার মন্ডলের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেদেহী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ শহিদুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু প্রমুখ। এসময় বক্তরা বলেন, সরকার শিÿিত বেকারদের আয়বর্ধমূলক কাজের জন্য বিভিন্ন প্রশিÿনের ব্যবস্থা গ্রহন করেছে। বাপ-দাদাদের পেশার পরিবর্তন ঘটিয়ে আধুনিক পেশায় নিজেকে নিয়োজিত করতে হবে। জীবনে প্রতিষ্ঠিত হতে চাইলে বিশ^ বাজারের সাথে তাল মিলিয়ে নিজেকে তৈরী করতে হবে। শিÿিত বেকার হয়ে বসে না থেকে কারিগরি শিÿায় মনোনিবেশ করে কাজের মূল্যায়ন ঘটাতে হবে। হাঁস, মুরগী, ছাগল, গরু ও ভেড়ার খামার তৈরী করে বেকারত্ব ঘুচিয়ে সাবলম্বী হওয়া সম্ভব। ইতিমধ্যে প্রাণি সম্পাদ অফিসের মাধ্যমে উপজেলার দÿিণশ্রীপুর ইউনিয়নের গোবিন্দকাটি গ্রামে একটি স্মাট পোট্রি খামার তৈরী করা হয়েছে। ডিম, মাংস ও মাছের পাশা-পাশি উপজেলা সদরের ফুলতলা মোড়ে দূধ মার্কেট তৈরী করা হবে। যেখানে সূলর্ভ মূল্যে সকলে দুধ কিনতে পারবে।