আজকের সেরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি সেনা শাখার নতুন সিইউও সাতক্ষীরার মামুন

By Daily Satkhira

January 22, 2020

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় বিএনসিসি সেনা শাখার সিইউও(ক্যাডেট আন্ডার অফিসার) হিসেবে পদোন্নতি পেলেন সতক্ষীরার শেখ আবদুল্লাহ আল মামুন। মামুনের গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার মহৎপুর গ্রামে। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের অাবাসিক শিক্ষার্থী এবং নৃবিজ্ঞান বিভাগের ছাত্র। উল্লেখ্য, সিইউও হিসেবে আগামী ৩০ জুন, ২০২০ পর্যন্ত মামুন বিএনসিসি সেনা শাখার নেতৃত্ব প্রদান করবেন। এর আগে তিনি উক্ত শাখার ক্যাডেট সার্জেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। মঙ্গলবার উত্তরা ৬ নং সেক্টরে অবস্থিত বিএনসিসি -এর হেডকোয়ার্টারে ১ রমনা রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খালেদ মাহমুদ তারেক পিএসসি জি+ তাকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন। এ সময় উপস্থিত ছিলেন ১ বিএনসিসি ব্যাটালিয়নের ব্যাটালিয়ন এডজ্যুটেন্ট মেজর আতাউল হক। এর মাধ্যমে শেখ আবদুল্লাহ আল মামুন, ইনচার্জ ক্যাডেট সার্জেন্ট তানিয়া সুলতানা পরবর্তী সিইউও হিসেবে অভিষিক্ত হবেন।