সাতক্ষীরা

নতুন আয়োজনে বাঙালিয়ানায় সাতক্ষীরা জেলা প্রশাসকের বৈশাখ উদযাপন

By Daily Satkhira

April 14, 2017

মাহফিজুল ইসলাম আককাজ : ‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা অগ্নি¤œানে সুচি হোক ধরা” এই কথা ও সুরকে ধারণ করে নতুন আয়োজনে বাংলা নববর্ষ ১৪২৪ কে স্বাগতম জানিয়ে বাঙালিয়ানায় পহেলা বৈশাখ উদ্যাপন করলেন জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন। জেলা অফিসার্স ক্লাব ও জেলা লেডিস ক্লাবের আয়োজনে পান্তা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ সময় সাতক্ষীরা জেলা প্রশাসকের বাংলোয় বৈশাখ বাঙালী’র মিলন মেলায় পরিণত হয়। পুরাতন বছরকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানিয়ে উৎসাহ উদ্দীপনায় সকলেই সমবেত হয়। এসময় জেলা প্রশাসকের ব্যতিক্রমধর্মী বাঙালী আনা দেশী ফলের সমাহারে অতিথিপরায়ণতার মাধ্যমে সকলকে স্বাগত জানান। খই, দই আর পান সুপারী, চিড়া, মুড়ির মোয়া। হরেক রকম মিষ্টি-মিঠাই আরো ছিল ঘোল। ডাব, তরমুজ, শাহী গজা আর হাওয়াই মিঠাই। ছিল বেলের সরবত। বিজয় তৃপ্তি পেল সকল সুধিজন। শুক্রবার সকাল ৯টা ৩০মিনিট থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের বাংলোয় এ আয়োজনে জেলার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন। বৈশাখী এ অনুষ্ঠানে সকল অতিথিদের মাঝে পান্তা ও বিভিন্ন রকম ভত্তা পরিবেশন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, তালা-কলারোয়া -০১ আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ, জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন, জেলা পুলিশ সুপার মো. আলতাফ হোসেন, ৩৮ বিিিজবি’র অধিনায়ক মেজর আরমান হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এ.এন.এম মঈনুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদ, জেলা লেডিস ক্লাবের সভানেত্রী ও জেলা প্রশাসক পত্মী সেলিনা আফরোজ, জেলা পুলিশ সুপার পত্মী মেহের নিগার আক্তার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা পত্মী সেলিনা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.এফ.এম এহতেশামূল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পত্মী শাহনাজ বুলবুল, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি এড. আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আব্দুল বারী, সাবেক সাধারণ সম্পাদক এম. কামরুজ্জামান, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অরুন কুমার মন্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পত্মী রঞ্জনা মন্ডল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর হোসেন সজল, সদর উপজেলা নির্বাহী অফিসার পত্মী ফারাহ নূর, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ, তালা-কলারোয়া -০১ আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ পত্মী প্রধান শিক্ষক নাসরিন খান লিপি, সদর সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ চৌধুরী, সদর সহকারী কমিশনার (ভূমি) পত্মী সোমা দাস চৌধুরী, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর-রশিদ, জেলা শ্রমিকলীগ নেতা শেখ তহিদুর রহমান ডাবলু, কুলিয়া ইউপি চেয়ারম্যান ইমাদুল হক প্রমুখ। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসফিয়া সিরাত।