অন্যান্য

দপ্তর প্রধান দায়িত্ববোধসম্পন্ন হলে সেখানে দুর্নীতি সম্ভব নয়- সাতক্ষীরায় দুদক চেয়ারম্যান

By Daily Satkhira

January 23, 2020

নিজস্ব প্রতিবেদক: “নিজ দপ্তরের প্রধান অত্যন্ত দায়িত্ববোধসম্পন্ন হলে সেই দপ্তরে দুর্নীতি করা সম্ভব নয়। আমরা অনেক সময় দায়িত্ব পালনে চাপের মুখে নতি স্বীকার করি। এটি করবেন না। পদ চেয়ারের লোভ সামলানো গেলে অনেক কিছু করা সম্ভব।” আপনি আজকে হয়ত বেঁচে যাচ্ছেন । কালকে আপনাকে জবাবদিহি করতে হবে। আইন মত কাজ করলে আপনাকে কেউ ক্ষতিগ্রস্ত করতে পারবে না। আমরা উন্নতির পথে এগিয়ে যাচ্ছি। কিন্তু দুর্নীতিবাজরাও এগিয়ে যাচ্ছে । তাদের লাগাম টেনে ধরার চেষ্টা না করলে টেকসই উন্নয়ন করা সম্ভব না। আজ বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সাতক্ষীরার জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে দুর্নীতি প্রতিরোধবিষয়ক এক মতবিনিময় সভায় এসব কথা বলেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

ইকবাল মাহমুদ বলেন, “দুর্নীতি সর্বব্যাপী সর্বগ্রাসী। শিক্ষা ব্যবস্থায় ত্রুটি রয়েছে। গাইড বই, কোচিং সেন্টারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে । কেবল ঘুষ গ্রহণ করাই দুর্নীতি নয়। সঠিকভাবে অর্পিত দায়িত্বপালন না করাও বড় ধরণের দুর্নীতি । আমাদের দায়িত্ব পালনে নিবেদিতপ্রাণ হতে হবে। শুধু দুর্নীতি দমন কমিশনের পক্ষে এটি দমন করা সম্ভব না।’’

দুদক চেয়ারম্যান বলেন, “মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে । তালিকা করে এসব লোককে নির্মূল করতে হবে। অর্থ ও পেশীশক্তির কাছে পর্যুদস্ত হওয়া যাবে না । দুদক তাঁর কার্যক্রমে/অভিযানে আপনাদের সকলকে এই অভিযানে পাশে চায়। আমরা নিজেদের বিভাগের শুদ্ধি অভিযান চালাচ্ছি। আমরা চাই সবাই নিজ দপ্তরের শুদ্ধি অভিযান চালাক। মানুষ গড়ার কারখানা হল বিদ্যালয়। সক্ষম জনশক্তি গড়ার কারিগর হওয়া উচিত । নাহলে আমরা এসডিজির লক্ষ্য অর্জনে ব্যর্থ হবো।’’

তিনি বলেন, “নদী, খাল, সরকারি জমি দখলকারি ব্যক্তি যেই হোক না কেন, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।”

নদী দখল, সরকারি জমি দখল প্রতিরোধ কার্যকর ভূমিকা রাখার জন্য তিনি সংশ্লিষ্ট দপ্তরসমূহকে আহবান জানান।

সাতক্ষীরার জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল-এর সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় খুলনার বিভাগীয় কমিশনার ড. মু: আনোয়ার হোসেন হাওলাদার, দুদকের পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানসহ জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।