কালিগঞ্জ

কালিগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান

By daily satkhira

January 23, 2020

কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জে মোজাহার মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় বিদ্যালয়ের হলরুমে পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। “হাসি দিয়ে যদি লুকালে তোমার সারা জীবনের বেদনা, আজো তবে শুধু হেসে যাও আজ বিদায় দিনে কেঁদো না” বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসলেম আলীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক খান জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক প্রধান শিক্ষক অ.ফ.ম লুৎফার রহমান। তিনি বলেন জাতীয় কবি নজরুল ইসলামের পুথিগত বিদ্যা ছিলনা, তবুও তার অনেক লেখা ক্লাসে পড়ানো হয়। যে শিক্ষার্থী পিতা-মাতাকে ভাল বাসতে পারে, সে সব কিছু করতে পারে। গুরুজনের প্রতি শ্রদ্ধা, ভক্তি ও ভালবাসা থাকলে জীবন গড়ার কাজে সব চেয়ে বেশী ভূমিকা রাখে। ভাল মানুষ সাজলে হবেনা, আদর্শবান হতে হবে। এসময় আরো বক্তব্য রাখেন দৃষ্টিপাত প্রতিনিধি এসএম,আহম্মাদ উল্যাহ বাচ্ছু, সহকারী প্রধান শিক্ষক আব্দুর রাশেদ, শিক্ষক হারান চন্দ্র ঘোষ, আনন্দ কুমার গাইন, জাকির হোসেন, বিদায়ি শিক্ষার্থী রেদওয়ানুল ইসলাম, দশম শ্রেণির শিক্ষার্থী শংঙ্কর চ্যাটার্জি, মাহবুবা সুলতানা, নবম শ্রেণির শিক্ষার্থী জেসমিন সুলতানা, ৮ম শ্রেণির শিক্ষার্থী সানজিদা সুলতানা, ৬ষ্ট শ্রেণির শিক্ষার্থী অরুপ কুমার ঘোষ প্রমুখ। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মৌলভী শিক্ষক হাফেজ মাওঃ আসলাম হুসাইন। বিদ্যালয় থেকে ৯২জন শিক্ষার্থী ২০২০ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করবে।