কালিগঞ্জ

কালিগঞ্জে অবৈধ জাল ধ্বংস

By daily satkhira

January 23, 2020

কালিগঞ্জ প্রতিনিধি : মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দি ও অন্যান্য ক্ষতিকর অবৈধ জাল নির্মূলে সম্মিলিত বিশেষ অভিযান কম্বিং অপারেশন পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ডাকবাংলা মোড়ে ১০ পিচ বেহুন্দি জাল পেট্রোল ঢেলে ধ্বংস করা হয়। মৎস্য অধিদপ্ত সূত্রে জানাযায়, প্রথম ধাপে ৭ থেকে ১৩ জানুয়ারি ও দ্বিতীয় ধাপে ২১ থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত সম্মিলিত বিশেষ অভিযান (কম্বিং অপারেশন) এর আংশ হিসেবে কাঁকশিয়ালী নদীর ঘোজাডাঙ্গা, ঝিলে ও গোবিন্দকাটি এলাকায় অভিযান চালিয়ে এসব অবৈধ দশ পিচ বেহুন্দি জাল উদ্ধার করা হয়। জাল ধ্বংসকালে উপস্থিত ছিলেন সহকারী মৎস্য কর্মকর্তা শেখ হাফিজুর রহমান, ক্ষেত্র সহকারি তরিকুল ইসলাম, উজ্জাল কুমার অধিকারী, লিফটের কর্মী গোলাম মোস্তফা ও রজব আলী প্রমুখ।