সাতক্ষীরা

ডিবি পুলিশ পরিচয়ে ধরে আনার দু’ দিনেও সন্ধান মেলেনি সাতক্ষীরা আহছানের

By daily satkhira

January 23, 2020

নিজস্ব প্রতিনিধি : ডিবি পুলিশ পরিচয়ে ধরে আনার দু’দিনেও সন্ধান মেলেনি সাতক্ষীরা সদর উপজেলার বালিয়াডাঙা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আহছানের(৩৩)। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে তাকে ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার সাবদালপুর গ্রামের এক আত্মীয়ের বাড়ি থেকে সাদা রং এর মাইক্রোবাসে করে তুলে আনা হয়। সাতক্ষীরা সদর উপজেলার বালিযাডাঙা গ্রামের লাইলী খাতুন জানান, তার ভাই আহছান দীর্ঘদিন ইটালিতে থাকার পর এক বছর আগে বাড়িতে আসে। কয়েক মাস আগে একই গ্রামের আকবর হোসেন হত্যার ঘটনায় তাকে আসামী শ্রেণীভুক্ত করা হয়। এরপর থেকে আহছান ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাবদালপুর গ্রামে তার ভাই আক্তারুলের শ্বশুর বাড়িতে থাকতো। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে ডিবি পুলিশের কোটি পরিহিত কয়েকজন একটি সাদা রঙ এর মাইক্রোবাসে করে তাকে তুলে নিয়ে আসে। জানতে চাইলে তারা সাতক্ষীরার ডিবি পুলিশ বলে পরিচয় দেয়। তবে বুধবার সকাল থেকে বৃহষ্পতিবার রাত ৮টা পর্যন্ত সাতক্ষীরা ডিবি পুলিশসহ প্রশাসনের কোন দপ্তরে সন্ধান করেও তাকে পাওয়া যায়নি। এ নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেছেন। তবে সাতক্ষীরা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, এ ধরণের খবর তার জানা নেই।#