খেলা

খেলা শুরু আজ; যেভাবে দেখা যাবে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ

By Daily Satkhira

January 24, 2020

খেলার খবর: তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আজ শুক্রবার মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। বাংলাদেশ সময় দুপুর ৩ টায় লাহোরের গাদ্দাফী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। জেনে নেওয়া যাক সরাসরি এই ম্যাচ টিভি কিংবা অনলাইনে কিভাবে দেখতে পাবেন ক্রিকেট ভক্তরা।

জানা গেছে, বাংলাদেশ-পাকিস্তান সিরিজ সরাসরি সম্প্রচার করবে না বাংলাদেশি কোনো চ্যানেল। তবে বিদেশি টেলিভিশন চ্যানেলের মাধ্যমে খেলা উপভোগ করতে পারবেন বাংলাদেশিরা। যেখানে সনি সিক্স, টেন স্পোর্টস, হটস্টার ইউএস চ্যানেল, ফক্স স্পোর্টস ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে।

এসব চ্যানেল ছাড়াও ইন্টারনেট ব্যবহার করে সরাসরি অনলাইনে ম্যাচটি উপভোগ করতে পারবেন দর্শকরা। বাংলাদেশের দর্শকরা গ্রামীনফোনের বায়োস্কোর লাইভ টিভি এপস থেকে ম্যাচটি সরাসরি উপভোগ করতে পারবেন।

এছাড়াও বায়োস্কপের ওয়েব সাইট http://gp.bioscopelive.com/ থেকেও সরাসরি দেখা যাব। তা ছাড়াও দেখা যাবে সনি সিক্সের ওয়েব সাইট sonyliv.com ভিজিট করেও। অথবা সনি লাইভের এপস থেকেও খেলাটি উপভোগ করা যাবে। এসব মাধ্যম ছাড়াও ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে স্মার্টক্রিক এপস।