আন্তর্জাতিক

চীন মঙ্গল গ্রহে অনুসন্ধান শুরু করতে যাচ্ছে

By Daily Satkhira

January 25, 2020

বিজ্ঞান ও প্রযুক্তি: চলতি বছরের জুলাই থেকে প্রথমবারের মতো মঙ্গল গ্রহে অনুসন্ধান শুরু করার ঘোষণা দিয়েছে চীন।

কর্তৃপক্ষ এবারই প্রথম মঙ্গল গ্রহে তাদের অনুসন্ধান কর্মসূচির উদ্বোধনী তারিখ প্রকাশ করল বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম চীন ইয়ুথ ডেইলি।

চীন অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি করপোরেশনের (সিএএসসি) বরাত দিয়ে এক প্রতিবেদনে চীন ইয়ুথ ডেইলি জানায়, লং মার্চ-৫ ওয়াই ৪ ক্যারিয়ার রকেট দিয়ে মঙ্গলে অনুসন্ধানের জন্য পাঠানো হবে।

লং মার্চ-৫ ওয়াই ৪ রকেটটি সম্প্রতি ১০০ সেকেন্ডের হাই থ্রাস্ট হাইড্রোজেন-অক্সিজেন ইঞ্জিন পরীক্ষা সম্পন্ন করেছে, যা চূড়ান্ত অভিযানের আগে শেষ ইঞ্জিন পরীক্ষা।

চীন মঙ্গল গ্রহে একটি রোভার স্থাপন করবে বলে জানিয়েছে সিএএসসি।

২০২০ সালে মঙ্গল গ্রহ সংক্রান্ত অনুসন্ধান এবং চন্দ্র নমুনা প্রত্যাবর্তনসহ বেশকয়েকটি অভিযান পরিচালনা করবে লং মার্চ-৫ ওয়াই ৪ রকেটটি।