নিজস্ব প্রতিবেদক: কালিগঞ্জের বাবুরাবাদ, সন্ন্যাসিরচক, ভাঙানমারী, ঝাঁয়ামারী ও জায়েদানগরের ৭শ ৪৬ টি পরিবারে বিদ্যুৎ লাইনের শুভ উদ্বোধন করলেন সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্য, সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী ডাঃ আ, ফ, ম রুহুল হক। শনিবার (২৫ জানুয়ারী) বিকাল ৪ টায় নলতা ইউনিয়নের জায়েদানগর মাঠে ভূমিহীন উন্নয়ন সংগ্রাম কমিটির সভাপতি আলহাজ্ব সরদার ওয়াহাব আলীর সভাপতিত্বে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির আয়োজনে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. আ ফ ম রুহুল হক (এমপি) বলেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার বাড়ি বাড়ি বিদ্যুৎসেবা পৌছে দিচ্ছে। দেশের সকল সেক্টরে ব্যাপক উন্নয়ন সাধিত করেছেন। দেশ আজ উন্নয়নের সিঁড়ি বেয়ে এগিয়ে চলেছে। আজ এই অবহেলিত জনপদের ৭শ ৯৬ টি মিটারের মাধ্যমে বিদ্যুতের আলোয় আলোকিত হবেন। আমি চাই আমার নির্বাচনী এলাকায় এমনিভাবে অচিরেই শতভাগ বিদ্যুতায়নের আওতায় আনা হবে। এলাকার মানুষের কল্যাণে আমি কাজ করে যাচ্ছি, কাজ করে যাবো। কালিগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক রাসেল, সাতক্ষীরা জেনারেল ম্যানেজার প্রকৌশলী সন্তোষ কুমার সাহা, ডেপুটি জেনারেল ম্যানেজার জিয়াউর রহমান, থানা অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হুসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোট, নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান পাড়, সাবেক চেয়ারম্যান এস এম আসাদুর রহমান সেলিম প্রমুখ।