কলারোয়া

কলারোয়ায় বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ

By Daily Satkhira

April 14, 2017

কলারোয়া ডেস্ক : জঙ্গিবাদ নির্মূল ও সব অপশক্তি হটিয়ে প্রগতির পথে এগিয়ে যাওয়ার দৃৃপ্ত উচ্চারণ নিয়ে মঙ্গল শোভাযাত্রা আলোচনা সাংস্কৃতিক অনুষ্ঠান বৈশাখী মেলা ঘৌড়দৌড়সহ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে সাতক্ষীরার কলারোয়ায় ১৪২৪ বাংলা নববর্র্ষ উদযাপিত হচ্ছে।  শুক্রবার সকাল ৮টায় মঙ্গল প্রদীপ ও শোভাযাত্রার মাধ্যমে নববর্ষ উদযাপন শুরু হয়। কলারোয়া উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ এবং সম্মিলিত সাংস্কৃতিক জোট বর্ষবরণ উপযাপন পর্র্ষদের উদ্দ্যোগে বলফিল্ড শহীদ মিনার থেকে এই শোভাযাত্রা বের হয়। উৎসবে মাতোয়ারা হাজার হাজার মানুষ রঙ-বে রঙের ফানুস আর আল্পনায় সজ্জিত প্রায় ১কিলোমিটার দীর্ঘ এ শোভাযাত্রাটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক ঘুরে বলফিল্ড ময়দানে বৈশাখী মঞ্চের সামনে গিয়ে মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন এড মোস্তফা লুৎফুল্লাহ এমপি। এসময় উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, উপজেলা নিবার্হী অফিসার উত্তম কুমার রায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ, মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার গোলাম মোস্তফা, কলারোয়া সরকারি কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরা বেগম, পাইলট মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুর রব, গার্লস পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, বেত্রবতী হাইস্কুলের প্রধান শিক্ষক শেখ রাশেদুল হাসান কামরুল, লাঙ্গলঝাড়া ইউপি চেয়ারম্যান নূরুল ইসলাম, হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষ আব্দুল বারিক, ক.পা.ই সাধারণ সম্পাদক এড শেখ কামাল রেজা, ক্রীয়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদ খান চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক দল স্কুল-কলেজের শিক্ষার্র্থী সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃৃন্দ উপস্থিত ছিলেন। কৃষক কামার কুমার তাঁতি জেলে মুচি সাধারণ মানুষ চরকি মাটির পুতুল তৈজসপত্রসহ রঙিন মৃৎশিল্প হাতি কুঁড়েঘর পালকি ঘোড়া বাঘ ও পাখির প্রতিকৃতি গ্রামীণ বধু নৌকা রাজা-রানী উজির-নজির টেপা পুতুলের মুখসহ নানা কারু কাজে সজ্জিত হয়ে কলারোয়া সদরের বিশাল মঙ্গল শোভাযাত্রায় স্বতঃস্ফূর্র্তভাবে অংশ নেই এবং পুরস্কৃত করা হয়।