উৎসবমূখর পরিবেশে সদর উপজেলার ব্রহ্মরাজপুর ডিবি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে স্টুডেন্টস্ কেবিনেট নির্বাচন-২০২০। শনিবার নির্বাচন উপলক্ষে স্কুল ক্যাম্পাসকে পোস্টারে পোস্টারে ছেয়ে যায়। নির্বাচনে ৩২৪ জন ভোটারের মধ্যে ২৮০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ১১জন প্রার্থী এতে অংশ নেয়। সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোট গ্রহণ। ভোটগ্রহণ শেষে ফলাফল প্রকাশ করেন নির্বাচন কমিশন। এতে নির্বাচিতরা হলেন ষষ্ঠ শ্রেণির দীপ্তি মন্ডল, ফারজানা ফায়িজা, সপ্তম শ্রেণির জেসমিন সুলতানা, অষ্টম শ্রেণির তাসনিম আক্তার নিপা, নবম শ্রেণির পূজা নন্দী, সুমাইয়া খাতুন ও দশম শ্রেণির রুবিনা এবং আশুরা খাতুন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন দশম শ্রেণির রাবেয়া খাতুন মুন্নি, নবম শ্রেণির তন্বী খাতুন ও সপ্তম শ্রেণির মাহিরা আফরিন। প্রিজাইডিং অফিসার ছিলেন সপ্তম শ্রেণির তামান্না খাতুন। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর প্রধান ছিলেন দশম শ্রেণির লতা মন্ডল। নির্বাচনে পাঁচজন সহকারী প্রিজাইডিং অফিসার ও দশজন পোলিং অফিসার নিয়োগ করা হয়। নির্বাচন পর্যবেক্ষন করেন সদর উপজেলা সহকারি শিক্ষা অফিসার মোঃ আবুল হোসেন, স্কুলের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুস ছোবহান, প্রধান শিক্ষক মোঃ এমাদুল ইসলাম, অভিভাবক সদস্য নজর উদ্দীন সরদার সহ শিক্ষকরা। প্রেস বিজ্ঞপ্তি