কলারোয়া প্রতিনিধি : বাংলাদেশ ছেড়ে ইন্ডিয়ায় চলে যাওয়ার হুমকি দিয়ে সাতক্ষীরার কলারোয়ায় আড়ৎ ব্যবসায়ী দীপক কুমার ঘোষ (৫০) কে কুপিয়ে জখম করা হয়েছে। এসময় তাকে বাঁচাতে এগিয়ে আসা তার ছোট ভাই স্বরজিত কুমার ঘোষ (৩৫) কে এলোপাতাড়ী ভাবে পিটিয়ে জখম করা হয়। এবিষয়ে কলারোয়া থানায় ৭জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ সুত্রে ও আহত ব্যবসায়ী কলারোয়া পৌর সদরের তুলসীডাঙ্গা গ্রামের ক্ষিতিশ চন্দ্র ঘোষের ছেলে দীপক কুমার ঘোষ জানান- জমিজমা নিয়ে আসামীদের সহিত দীর্ঘ দিন ধরে শত্রুতা রয়েছে। তারই জের ধরে শনিবার সকালে হাকিম সরদার, ইয়াছিন সরদার, রুহুল আমিন, রফিকুল ইসলাম, তাসের সরদার, শাহিন সরদার, ইছাক সরদার দলবদ্ধ হয়ে তাদের জমিতে প্রবেশ করে অশ্লীল ভাষায় গালিগালাজ দিতে থাকে। এতে প্রতিবাদ করাতে তারা ক্ষিপ্ত হয়ে ব্যবসায়ী দীপক কুমার ঘোষকে ধরে বেধড়ক মারপিট করা হয়। এক পর্যায়ে ধারালো দা দিয়ে তার মাথায় কোপ দিয়ে হত্যার চেষ্টা করা হয়। রক্তাক্ত জখম অবস্থায় ব্যবসায়ী দীপক কুমার ঘোষ মাটিতে পড়ে গেলে তার ভাই স্বরজিত কুমার ঘোষ এগিয়ে আসলে তাকেও পিটিয়ে জখম করা হয়। পরে এলাকাবাসী খবর পেয়ে এগিয়ে আসলে সন্ত্রাসীরা ব্যবসায়ী দীপক কুমার ঘোষ ও তার পরিবারবর্গকে বাংলাদেশ ছেড়ে ইন্ডিয়ায় চলে যাওয়ার হুমকি চলে যায়। পরে আহত ব্যবসায়ী দীপক কুমার ঘোষ ও স্বরজিত কুমার কে উদ্ধার করে কলারোয়া সরকারী হাসপাতালে ভর্তি করেন। কলারোয়া থানার সেকেন্ড অফিসার রাজ কিশোর পাল জানান-অভিযোগ পেয়ে পুলিশ ঘটনা স্থান পরিদর্শন করেছেন। এদিকে কলারোয়া উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু সিদ্ধেশ^র চক্রবর্তী, সাধারণ সম্পাদক সন্দীপ রায় ও পৌর সভার সাধারণ সম্পাদক উত্তম কুমার রায় এঘটনার তিব্র নিন্দা জানিয়েছেন। একই সাথে আসামীদের গ্রেফতারের জন্য পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন।