কলারোয়া

কলারোয়ায় দুই লাইব্রেরির জরিমানা

By daily satkhira

January 25, 2020

কলারোয়া প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়ায় নোট গাইড বন্ধের উপর অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আদালত চলাকালে দুই লাইব্রেরির জরিমানা করা হয়েছে।। শনিবার বেলা ১২টার দিকে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (সহকারী কমিশনার ভুমি) আক্তার হোসেন। তিনি সাংবাদিকদের জানান-জেলা প্রশাসনের নির্দেশ মোতাবেক কলারোয়া উপজেলায় নোট গাইড বন্ধের জন্য বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত চলাকালে কলারোয়া বাজারের তৌহিদ লাইব্রেরীতে ৫ম থেকে ৯ম শ্রেণীর সকল গাইড বই থাকায় প্রাথমিক ভাবে তাকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে তার দোকান বন্ধ করে দেয়া হয়। পরে উপজেলার কাজিরহাট বাজারের তারিক লাইব্রেরীতে কিছু গাইড বই থাকায় তাকে সর্তক্য করাসহ দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় ভ্রাম্যমাণ আদালতের সহযোগিতা করেন-কলারোয়া থানার এএসআই হুমায়ুন কবীর ও বেঞ্চসহকারী মাকসুদুর রহমান প্রমুখ।