শিক্ষা

সাতক্ষীরায় শহিদ মিনার এর মূল বেদিতে জুতা পায়ে যথেচ্ছাচার

By Daily Satkhira

April 14, 2017

অপ্রতিম : সাতক্ষীরায় বৈশাখী অনুষ্ঠান উপভোগ করতে আসা দর্শকদের একটি অংশ বারবার জুতা পায়ে শহিদ আব্দুর রাজ্জাক পার্কের কেন্দ্রীয় শহিদ মিনারের মূল বেদিতে জুতা পায়ে দাাঁড়িয়ে অনুষ্ঠান উপভোগ করছে। সাতক্ষীরা জলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব শেখ মুসফিজুর রহমান মিল্টনসহ অনুষ্ঠানের আয়োজকরা বারবার মাইকে নিষেধ করা সত্বেও এই দর্শকগোষ্ঠীটি কোন বারণ শুনছে না। আজ পহেলা বৈশাখ, ১৪২৪ বঙ্গাব্দের শুরু। নতুন বছরকে বরণ করতে চারিদিকে উৎসবের আমেজ। সমগ্র দেশের মত সাতক্ষীরাতেও নানা আয়োজনে বৈশাখী উৎসব চলছে। এরই অংশ হিসেবে শহিদ আব্দুর রাজ্জাক পার্কে শহরবাসীর বিপুল উপস্থিতিতে সাংস্কৃতিক অনুষ্ঠান, বৈশাখী মেলাসহ নানা অনুষ্ঠান চলছেই। এসব অনুষ্ঠানে আগতদের দর্শকদের একটি অংশ যেভাবে শহিদ মিনারের সম্মান নষ্ট করছে তা দেখে সচেতন অনেকেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আয়োজকদের যেমন এসব বিষয়ে দৃষ্টি রাখা প্রয়োজন তেমনি দর্শকদেরও শহিদ নিারের পবিত্রতা রক্ষা করা জরুরি। শহিদ মিনার বাঙালির অহংকার। এর পবিত্রতা রক্ষার দায়িত্ব আমাদের সবার। শহিদ মিনারের পবিত্রতা ক্ষুণœকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।