দেশের খবর: ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে দক্ষিণের বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইশরাক হোসেনের নির্বাচনী প্রচারণায় হামলার ঘটনা ঘটেছে। আজ দুপুরে গোপীবাগ এলাকায় এ ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।
পরে আওয়ামী লীগ-বিএনপি সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।
৩০ মিনিট ধরে চলা এ সংঘর্ষে নেতাকর্মী ছাড়াও বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন। এ সময় গুলির শব্দও শোনা যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
এদিকে এ ঘটনার পর দুপুর দেড়টার দিকে ইশরাক হোসেন সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থীর অফিস থেকে আমাদের প্রচারণায় অতর্কিত হামলা হয়েছে। আমি তাদের একজনের হাতে আগ্নেয়াস্ত্রও দেখেছি। তাদের হামলায় আমার বেশকয়েকজন কর্মী রক্তাক্ত হয়েছে। তারা আমার ওপর হামলার চেষ্টা করেছে। আমার কর্মীরা আমাকে রক্ষা করেছে। তিনি বলেন, আমরা ভীত নই, ব্যালটের মাধ্যমে এই হামলার জবাব দেয়া হবে।