কালিগঞ্জ

কালিগঞ্জে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

By daily satkhira

January 26, 2020

কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জে “১৮ আগে বিয়ে নয়” স্কুল পর্যায়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্ত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউএসএআইডি এর খাদ্য নিরাপত্তা উন্নায়ন কার্যক্রম নবযাত্রা‘র আয়োজনে গ্রাম উন্নায়ন কমিটির সাধারণ সুকুমার দাশ বাচ্চু‘র সভাপতিত্বে ও কুশুলিয়া ইউনিয়ন জেন্ডার অর্গানাইজার রুমানা ইয়াসমিনের সঞ্চালনায় অভিভাবক সমাবেশে বক্তব্য রাখেন পাইলট বালিকা বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক খান আবুল বাসার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এম খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক গঙ্গারানী সরকার, সহকারী শিক্ষক সিরাজুল ইসলাম, লিডাসের প্রেগ্রাম অফিসার সুলতা সাহা, অভিভাবক শারমিন সিদ্দিকা, মহসিনা পারভীন প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, মেয়েদের কখনো মেয়ে ভাববেননা তাদেরে কে সন্তান ভাবতে হবে। ১৮ বছরের কম মেয়ে ও ২১ বছরের কম ছেলেদের কখনো বিয়ে দেওয়া যাবেনা। সরকারের বেঁধে দেওয়া নিয়মকে আড়াল করতে গোপনে কোটে যেয়ে এফিডেফিটের মাধ্যমে মেয়ে বা ছেলেদের বিয়ে দিচ্ছেন, যেটা কখনোই আইন সিদ্ধ নয়। ১৮ এর আগে বিয়ে নয়, অভিভাবক সমাবেশে শতাধিক মায়েরা উপস্থিত ছিলেন।