সাতক্ষীরা

সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে বাস আটক: মালিকদের হয়রানি

By daily satkhira

January 26, 2020

নিজস্ব প্রতিনিধি:সরকারি নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বাস আটক করে মালিকদের হয়রানি করার অভিযোগ উঠেছে। যেখানে বাংলাদেশ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে জানিয়েছেন, মহাসড়ক বিভাগের বিআরটি-এ সংস্থাপন শাখার ৩৫.০০.০০০০.০২০.০৪.০১৭ ১৫-৩৫ নং স্মারকে গাড়ীর ফিটনেস, রুটপারমিট এবং ড্রাইভিং লাইসেন্সের জরিমানা হালনাগাদ করার জন্য আগামী ৩০ জুন ২০২০ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। কিন্তু সেই নির্দেশ অমান্য করে সাতক্ষীরা পুলিশের কতিপয় সদস্য তাদের অযথা হয়রানি করে যাচ্ছে। সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিষেধজ্ঞার দাবিতে মামলা করায় প্রতিপক্ষরা মামলার বাদীদের হুমকি-ধামকি দিচ্ছে অপরদিকে অবৈধভাবে বাস আটক করে হয়রানি করছে। তাছাড়া যারা নির্বাচনে প্রার্থী ছিলেন তারা ওই মামলার বাদীদেরকে হুমকি দিয়েছেন যে, মামলা না তুলে নিলে প্রত্যেকের গাড়ী এভাবেই আটক করা হবে বলে জানিয়েছেন। এঘটনায় ভুক্তভোগী মামলার বাদী সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। জানা গেছে, সুলতানপুরের শেখ আলী আহম্মেদ এর ছেলে শেখ আলাউদ্দীনসহ মোট ১৩ জন বাস মালিক সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির সদস্যরা গত ২২ জানুয়ারী বাস মালিক সমিতির নির্বাচনকে কেন্দ্র করে আদালতে একটি মামলা করে। আদালতের বিচারক নির্বাচন স্থগিত করে। মামলার পর গত শনি ও রবিবার বাদী শেখ আলাউদ্দীন ও আওরঙ্গজেবের দুইটি বাস সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে আটক করেছে বলে অভিযোগ করেছেন তারা।