সাতক্ষীরা

তুজুলপুরে প্রকৃতিতে প্রাপ্ত কুড়িয়ে পাওয়া অচাষকৃত শাক সবজিরপাড়া মেলা

By daily satkhira

January 28, 2020

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা সদরের তুজুলপুরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে পরিবেশ কর্মসূচির আওতায় প্রকৃতিতে প্রাপ্ত কুড়িয়ে পাওয়া অচাষকৃত শাক সবজির পাড়া মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ জানুয়ারী) বিকালে তুজুলপুর কৃষকক্লাব প্রাঙ্গণে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক’র সহযোগিতায় ও কৃষক ক্লাব এবং গাছের পাঠশালা আয়োজনে এ পাড়া মেলা অনুষ্ঠিত হয়। কৃষক ক্লাবের সভাপতি সাংবাদিক ইয়ারব হোসেনের সভাপতিত্বে পাড়া মেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাশাসক পত্নি ও জেলা লেডিস ক্লাবের সভাপতি মিসেস লাভলী কামাল, সম্মানিত অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল। বিশেষ অতিথি ছিলেন, জেলা খামার বাড়ির উপপরিচালক অরবিন্দ বিশ্বাস। এছাড়া উপস্থিত ছিলেন এনডিসি সজল মোল্লা, ঝাউডাঙ্গা ডিগ্রি কলেজের অধ্যক্ষ খলিলুর রহমান, তুজুলপুর জিসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম, বারসিক কর্মকর্তা গাজী আসাদ, মুক্তিযোদ্ধা আবুল হোসেন, কৃষক ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, বারসিকের ফজলুল হক প্রমুখ। এসময় প্রকৃতিতে প্রাপ্ত কুড়িয়ে পাওয়া অচাষকৃত শাক সবজির পাড়া মেলায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রায় শতাধিক প্রতিযোগি নারী ও শিশু প্রকৃতিতে প্রাপ্ত কুড়িয়ে পাওয়া অচাষকৃত শাক সবজির পাড়া মেলায় অংশ নেয়।