সাতক্ষীরা

সাতক্ষীরা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তফা পাভেল রায়হানের বিদায়ী সংবর্ধনা

By daily satkhira

January 28, 2020

নিজস্ব প্রতিবেদক : সদ্য জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি প্রাপ্ত সাতক্ষীরা জেলার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তফা পাভেল রায়হানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে সাতক্ষীরা জেলার বিচার বিভাগীয় কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের আয়োজনে জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে এ বিদায়ী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. এম শাহ আলম, সাধারণ সম্পাদক এ্যাড. তোজাম্মেল হোসেন তোজাম, বিজ্ঞ পিপি এ্যাড. আব্দুল লতিফ, বিজ্ঞ জিপি এ্যাড. শম্ভুনাথ সিংহ। অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ হুমায়ূন কবির, যুগ্ম জেলা ও দায়রা জজ ফারুক ইকবাল, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: রেজওয়ানুজ্জামান, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসমিন নাহার। সম্মানিত অতিথি, জেলা জজ আদালতের নাজির আব্দুল কাদের গাজী ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী এস এম আশরাফুল আলম। অনুষ্ঠানে জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান বলেন, “আমরা যে যেখানেই থাকি এবং সন্তান ও পরিবারের প্রতি যে প্রেমই থাকুক না কেন আমাদের সর্বাবস্থায় সবচেয়ে বেশি যে প্রেম থাকা উচিৎ তা হলো দেশপ্রেম”। তিনি সাতক্ষীরায় বিচার বিভাগীয় কর্মকর্তাবৃন্দের মাঝে হৃদ্যতাপূর্ণ সম্পর্কের বিষয়ে উল্লেখ করেন এবং বিদায়ী অতিথিকে নিয়ে স্মৃতিচারণ করেন। সভাপতি মহোদয় উপস্থিত বিচারক ও কর্মচারীবৃন্দের প্রতি আত্মোন্নতি ও দিকনির্দেশনা মূলক মন্তব্যে উল্লেখ করেন যে, “কর্মের ক্ষেত্রে আমাদের নিজেদেরকে ছাড়িয়ে যেতে হবে এবং নিজেদের সীমাবদ্ধতাকে দূর করে আলো ছাড়াতে হবে, অন্ধকার মোচন করতে হবে”। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র সহকারী জজ, জেলা লিগ্যাল এইড অফিসার সালমা আক্তার। অনুষ্ঠানে সভাপতি বিদায়ী অতিথির হাতে সম্মাননা স্মারক, উপহার এবং বিদায়ী মানপত্র তুলে দেন।