কালিগঞ্জ

কালিগঞ্জে ওসি‘র সচেতনতামূলক সভা

By daily satkhira

January 28, 2020

কালিগঞ্জ প্রতিনিধি॥ “মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কালিগঞ্জ হাজী তফিল উদ্দিন মহিলা দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের কল্যাণে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে মহিলা দাখিল মাদ্রাসায় আকস্মিকভাবে উপস্থিত হয়ে থানার অফিসার ইনচার্জ দোলোয়ার হুসেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে জঙ্গিবাদ, মাদকের কুফল ও বাল্য বিয়ের ভয়ানক পরিনতি সম্পর্কে অবগত ও তাদের সুস্থ্য ধারার জীবন পরিচালনার পরামর্শ দেন। এছাড়া মোবাইলের অপব্যবহার, সৎ ও সততা, মানবিকতা, চরিত্রবান, সময়ের মূল্য, শৃঙ্খলা, আদব-কায়দা এবং পিতা-মাতা, শিক্ষক-শিক্ষিকাসহ গুরুজনদের মান্য করে লেখাপড়ায় মনোযোগি হওয়ার আহবান জানান। এ সময় উপস্থিত ছিলেন রোকেয়া মনসুর মহিলা কলেজের অধ্যক্ষ একেএম, জাফরুল আলম বাবু, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সহকারী শিক্ষক আমিরুল ইসলাম, খায়রুল ইসলাম, নিজামুলসহ শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। থানায় বসে না থেকে সরকারি দায়িত্বের পাশাপাশি নিজ দায়িত্ববোধ থেকে উপজেলার প্রত্যেক বিদ্যালয়ে মাদক, জঙ্গিবাদ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক কর্মকান্ডকে সাধুবাদ জানিয়েছে সচেতন অভিভাবক মহল। পরে বেলা সাড়ে ১১টায় মাদ্রাসার হলরুমে ম্যানেজিং কমিটির সদস্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এম শামছুর রহমানের সভাপতিত্বে ও মাদ্রাসার সুপার মাওঃ রমিজ উদ্দিনের সঞ্চালনায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।