কালিগঞ্জ

কালিগঞ্জে ডাঃ মুজিব-রুবি মডেল স্কুলে বিতর্ক প্রতিযোগীতা

By daily satkhira

January 28, 2020

কালিগঞ্জ প্রতিনিধিঃ কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের ডাঃ মুজিব-রুবি মডেল হাইস্কুলে দূর্ণীতি বিরোধী বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় স্কুলের হলরুমে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দূর্নীতি দমন কমিশনের অর্থায়নে নতুন প্রজম্মকে সৎ, যোগ্য, দেশ প্রেমিক, নৈতিকতার মূল্যবোধ ও যুক্তিনির্ভর মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষে দেশের সকল স্কুল, মাদ্রাসা ও কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে “মূল্যবোধ ও দেশ প্রেমের আভাবেই দূর্নীতির বিস্তর ঘটে” বিষয়ক বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় স্কুলের প্রধান শিক্ষক আলহাজ¦ শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রতিযোগিতার উদ্বোধণ করেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু। সহকারী শিক্ষক মিয়ারাজ হোসেনের সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন ভাড়াশিমলা ইউনিয়ন দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এসএম,আহম্মাদ উল্যাহ বাচ্চু, সংঙ্গীত শিল্পী জাহাঙ্গীর আলম প্রমুখ। স্কুলের শিক্ষার্থীরা দুটি দলে বিভক্ত হয়ে পক্ষে আজিজা সুলতানা ও তার দল এবং বিপক্ষে শারমিন সুলতানা ও তার দল অংশগ্রহন করে। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন সহকারী প্রধান শিক্ষক গোলক চন্দ্র সরদার, সহকারী শিক্ষক আব্দুর রহমান, আমেনা খাতুন লতা। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।