দেবহাটা

দেবহাটায় বিদ্যার দেবী সরস্বতী পূজা পালিত

By daily satkhira

January 29, 2020

দেবহাটা ব্যুরো : হিন্দু ধর্মাবলম্বীদের বিদ্যা ও সংগীতের দেবী সরস্বতী। শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। তিথিটি শ্রীপঞ্চমী বা বসন্ত পঞ্চমী নামেও পরিচিত। শ্রীপঞ্চমীর দিনে খুব ভোরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ছাত্র-ছাত্রীদের নিজ গৃহ ও সার্বজনীন পূজামন্ডপে দেবী সরস্বতীর পূজা করা হয়। দেবহাটার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি দেবহাটা উপজেলা ফুটবল মাঠ সরস্বতী পূজা উদযাপন কমিটির আয়োজনে ফুটবল মাঠে বুধবার সরস্বতী পূজা স্বাড়ম্বরভাবে পালিত হয়েছে। প্রতিবছরের ন্যায় এবারো ফুটবল মাঠে অত্যন্ত জামজমকপূর্নভাবে সরস্বতী পূজা উদযাপন করা হয়। মন্ত্র উচ্চারন করে দেবীর চরনে পুষ্পাঞ্জলি অর্পন, আরতি আরাধনা, প্রসাদ আস্বাদন ও নানা অনুষ্ঠানের মাধ্যমে বানী অর্চনা করা হয়। সরস্বতী পূজা উপলক্ষ্যে দেবহাটার হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন বাড়িতে এবং শিক্ষার্থীদের মাঝে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। এসময় দেবহাটা থানার ওসি (তদন্ত) উজ্জ্বল কুমার মৈত্র ও থানার সেকেন্ড অফিসার এসআই নয়ন চৌধুরীসহ দেবহাটা ফুটবল মাঠ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ রামকৃঞ্চ দত্ত, গোপাল গোম্বামী, বরুন সোম, অনিক দত্ত, সমীর পাল, বিশ^জিৎ দত্ত, সুদীপ্ত মন্ডল, তন্ময় বিশ^াস, সঞ্জয় বিশ^াস, উৎস সাহা, দিপু রায়, অভিজিৎ দত্ত ও অর্পন দত্ত সহ সকল নেতৃবৃন্দের সার্বিক তত্ত্বাবধানে এবং পরিচালনায় অত্যন্ত সুন্দরভাবে সকল অনুষ্ঠানমালা উদযাপিত হয়েছে। নেতৃবৃন্দ জানান, আগামীতেও বিদ্যার দেবী স্বরস্বতীকে বরন করার জন্য কমিটির উদ্যোগে জামজমকপূর্নভাবে স্বরস্বতী পূজা উদযাপন করা হবে।