শ্যামনগর

নুরনগরে সরস্বতী পূজা আনন্দ মুখর পরিবেশে উৎযাপিত

By daily satkhira

January 29, 2020

পলাশ দেবনাথ নুরনগর : বুধবার শ্যামনগর উপজেলার নুরনগরে সরস্বতী পূজা আনন্দ মুখর পরিবেশে উৎযাপিত হয়েছে। “সরস্বতী মহাভাগে বিদ্যা কমললোচনে বিশ্বরুপে বিশালাক্ষী বিদ্যাংদেহী নমোহস্তুতে” মন্ত্র পাঠের মধ্যদিয়ে নুরনগরে বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠান সহ হিন্দু সম্প্রদায়ের বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতী পূজা উৎযাপিত হয়েছে। নুরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয়ে যথাযথ মর্যাদায় দেবী সরস্বতী পূজা উৎযাপন করা হয়েছে। বেশির ভাগ শিক্ষার্থীরা পঞ্চমী তিথিতে দেবী সরস্বতীর চরনে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। সনাতন ধর্মালম্বীদের কাছে সরস্বতী দেবী ন্যায় ও জ্ঞানালোকের দেবী হিসেবে পূজনীয়। নুরনগরের প্রধান প্রধান বিদ্যপিঠ গুলোতে ছাড়া এলাকার বিভিন্ন হিন্দু বাড়িতে দেবী সরস্বতীর পূজা করা হয়েছে। দেবী সরস্বতীর পূজা আনন্দ মুখর পরিবেশে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন অত্র এলাকার হিন্দু সম্প্রদায়।