সাতক্ষীরা

শিক্ষকের ভূমিকায় ক্লাস পরিচালনা করে জ্ঞানের দ্যুতি ছড়ালেন ডিডিএলজি হুসেইন শওকত

By daily satkhira

January 29, 2020

প্রেস বিজ্ঞপ্তি : মহান মুক্তিযুদ্ধের গৌরবগাঁথা ইতিহাস, সাহিত্য, সংস্কৃতি ঐতিহ্য, পর্যটন, নিদর্শন, বিজ্ঞান, গণিত, সংগীত, চলচ্চিত্রসহ নানা বিষয়ে শ্রেণিকক্ষে শিখন-শেখানো কার্যক্রম পরিচালনা করে শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের দ্যুতি ছড়ালেন সাতক্ষীরা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. হুসেইন শওকত। বুধবার (২৯ জানুয়ারি) দুপুর ১টার দিকে তিনি সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ডিবি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আকষ্মিক পরিদর্শনে গিয়ে শিক্ষকের ভূমিকায় ক্লাস পরিচালনা করেন। ডিবি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে স্থাপিত শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ও ভাষা ল্যাবে মাল্টি মিডিয়া প্রোজেক্টরের মাধ্যমে তিনি ক্লাস পরিচালনা করেন। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক হুসেইন শওকত এ সময় তার ল্যাপটপ থেকে বিভিন্ন কন্টেন্ট প্রদর্শন করেন এবং কুইজ প্রতিযোগিতা পরিচালনা করেন। প্রাণবন্ত ক্লাসে তুলে ধরেন আমাদের মহান মুক্তিযুদ্ধের গৌরবগাঁথা নানা প্রশ্ন ও নিদর্শন। সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য, পর্যটন, সংগীত, চলচ্চিত্রসহ বিভিন্ন বিষয়ে প্রশ্নোত্তর পদ্ধতিতে ক্লাস নেন তিনি। ক্লাস শেষে সেরা উত্তরদাতা অষ্টম শ্রেণির মাহিরা আফরিনকে পুরস্কৃত করেন ডিডিএলজি হুসেইন শওকত। এসময় উপস্থিত ছিলেন ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা স ম শহিদুল ইসলাম, ইউপি মেম্বর মো. রেজাউল করিম মঙ্গল, প্রধান শিক্ষক মো. এমাদুল ইসলাম দুলু, সহকারি প্রধান শিক্ষক অনুজিৎ কুমার মন্ডলসহ স্কুলের সকল শিক্ষক। ক্লাস শেষে ডিডিএলজি হুসেইন শওকত বলেন, পাঠ্যপুস্তকের পাশাপাশি আমাদের সাহিত্য সংস্কৃতির চর্চা করতে হবে। খেলাধুলা মাধ্যমে নিজকে গড়তে হবে। মাদক-সন্ত্রাস-জঙ্গিবাদ ও বাল্যবিবাহকে চিরতরে না বলতে হবে। সততার অনুশীলন করতে হবে। দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। মুজিব বর্ষে সকলকে সুখী সমৃদ্ধশালী উন্নত বাংলাদেশ গড়ার সৈনিক হিসেবে গড়ে উঠতে হবে। ক্লিন সাতক্ষীরা-গ্রিন সাতক্ষীরা বাস্তবায়নে শিক্ষার্থীদের ক্লিন ক্যাম্পাস গ্রিন ক্যাম্পাস গড়তে হবে। করোনা ভাইরাস সম্পর্কে সকলকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।