আন্তর্জাতিক

বাংলাদেশে ভারতের সাবেক রাষ্ট্রদূত শ্রিংলা এখন পররাষ্ট্র সচিব

By Daily Satkhira

January 30, 2020

বিদেশের খবর: ভারতের নতুন পররাষ্ট্র সচিব হিসেবে বুধবার (২৯ জানুয়ারি) দায়িত্ব গ্রহণ করেছেন হর্ষ বর্ধন শ্রিংলা। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

বর্তমান দায়িত্ব নেওয়ার আগে শ্রিংলা মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় রাষ্ট্রদূত ছিলেন। বর্তমান পররাষ্ট্র সচিব বিজয় কেশব গোখলের মেয়াদ শেষ হওয়ায় তার স্থলাভিষিক্ত হলেন হর্ষবর্ধন শ্রিংলা।

১৯৮৪ সাল থেকে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদস্য শ্রিংলাও বাংলাদেশে ভারতীয় হাই কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেছেন।

৩৫ বছরেরও বেশি সময় ধরে কূটনৈতিক জীবনে তিনি নয়াদিল্লি এবং বিদেশে বিভিন্ন পদে অধিষ্ঠিত ছিলেন।

থাইল্যান্ডে ভারতের রাষ্ট্রদূত হিসাবে দায়িত্ব পালন করেছেন। তিনি ফ্রান্সেও (ইউনেস্কো) দায়িত্ব পালন করেছেন; ইউএসএ (ইউএন, নিউ ইয়র্ক); ভিয়েতনাম (হ্যানয় এবং হো চি মিন সিটি); ইসরাইল এবং দক্ষিণ আফ্রিকায় (ডারবান) তিনি কর্মরত ছিলেন।

শ্রিংলা বাংলাদেশ, শ্রীলঙ্কা, মিয়ানমার এবং মালদ্বীপের দায়িত্বে থাকা যুগ্মসচিব (মহাপরিচালক) হিসেবে ছিলেন। নয়াদিল্লিতে বিদেশ মন্ত্রকের দায়িত্ব পালন করেছেন। দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলোর পারস্পারিক সহযোগিতা জোট সার্কের সহকারী মহাসচিব হিসেবেও তিনি কাজ করেছেন। ভারতের প্রতিবেশী দেশগুলোর সাথে কূটনীতিতে বিশেষজ্ঞ শ্রিংলা দুই বছর মেয়াদে পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন।