সাতক্ষীরা

সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্তে ৬ পিস স্বর্ণের বার জব্দ

By daily satkhira

January 30, 2020

নিজস্ব প্রতিনিধি ঃ ভারতে পাচারের সময় সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত থেকে ৬ পিস স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এসময় বিজিবি কোন চোরাকারবারিকে আটক করতে পারেনি বিজিবি। বৃহস্পতিবার দুপুরে কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্তের রাজ্জাকের মোড় থেকে উক্ত স্বর্নের বার জব্দ করা হয়। সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার বিষয়টি নিশ্চিত করে জানান, কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণের একটি বড় চালান পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির টহলরত বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতিতে চোরাকারবারীরা পালিয়ে গেলেও সীমান্তবর্তী রাজ্জাকের মোড় এলাকা থেকে ৬ পিস স্বর্ণের বার জব্দ করা হয়। যার ওজন ৯৩১ গ্রাম। তিনি আরো জানান, জবদকৃত স্বর্নের বারের বাজার মূল্য ৪৩ লাখ ১২ হাজার ১ শত ২৫ টাকা।##