আন্তর্জাতিক

‘কোড অব কন্ডাক্ট’ না মানলে চলে যান, কূটনীতিকদের পররাষ্ট্রমন্ত্রী

By Daily Satkhira

January 31, 2020

দেশের খবর: বাংলাদেশে অবস্থানরত বিদেশি কূটনীতিকরা ‘কোড অব কন্ডাক্ট’ (আচরণবিধি) মেনে চলতে না পারলে তাদের নিজ দেশে চলে যেতে বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

রাজধানীর বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে অংশ নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কূটনীতিকদের এই পরামর্শ দেন তিনি। ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের আগে কিছু বিদেশি কূটনীতিক ঢাকায় ব্রিটিশ হাই কমিশনারের বাসভবনে একটি বৈঠক করেছেন বলে খবর প্রকাশিত হওয়ার প্রেক্ষাপটে তিনি কূটনীতিকদের এই পরামর্শ দিলেন।

এদেশে কর্মরত বিদেশি কূটনীতিকরা ‘কোড অব কন্ডাক্ট’ মেনে চলবেন- এমন আশাবাদ ব্যক্ত করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দুঃখের বিষয় এখানে কিছু বিদেশি মিশন আমাদের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপ করছে। নিজ নিজ দায়িত্বের বাইরে অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপ করা ঠিক না।’

তিনি বলেন, ‘তাদের (কূটনীতিক) নিজ নিজ দায়িত্ববোধ থাকা উচিত। আমরা আশা করি যে তারা তাদের দায়িত্ববোধ অনুসরণ করবেন।’

বিদেশি কূটনীতিকদের নির্বাচন পর্যবেক্ষণ প্রসঙ্গে ড. মোমেন বলেন, ‘নির্বাচন কমিশন (ইসি) সিদ্ধান্ত নেবে কে নির্বাচন পর্যবেক্ষণ করতে যাবে। আমরা কোড অব কন্ডাক্ট করেছি। কূটনীতিকদেরও কোড অব কন্ডাক্ট আছে। আমরা আশা করি, তারা কোড অব কন্ডাক্ট অনুযায়ী কাজ করবেন।’

‘কোড অব কন্ডাক্ট’ লঙ্ঘন করলে কূটনীতিকদের নিজ নিজ দেশে ফিরে যেতে বলতে পারেন বলেও এ সময় উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী।

মেয়র নির্বাচন সম্পর্কে ড. মোমেন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে সরকারের সব ধরনের হস্তক্ষেপমুক্ত একটি মডেল নির্বাচন করার নির্দেশনা দিয়েছেন। আমাদের নির্বাচন পদ্ধতি খুবই সুষ্ঠু ও ন্যায্য। আমরা খুব স্বচ্ছ। আমাদের নির্বাচনও হবে খুব স্বচ্ছ।’

এর আগে বৃহস্পতিবার বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন তার বাসভবনে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, তারা প্রত্যাশা করেন ঢাকা সিটি নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে, যেখানে জনগণ এৃকটি উৎসব ও শান্তিপূর্ণ পরিবেশে তাদের ভোট দিতে পারবে।

প্রসঙ্গত, আগামী ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনের ভোট গ্রহণ করা হবে।