ডেস্ক রিপোর্ট: আগামী রবিবার ২ ফেব্রুয়ারি রাত ১০টায় সাতক্ষীরার উন্নয়ন, সমস্যা-সম্ভাবনা নিয়ে ড. অখিল পোদ্দারের সঞ্চালনায় একুশে টিভির ‘হ্যালো লিডার’ অনুষ্ঠান প্রচারিত হবে। অনুষ্ঠানে সাতক্ষীরার বিভিন্ন বিষয় নিয়ে গণমাধ্যম ও নাগরিক নেতৃবৃন্দের সাথে আলোচনায় অংশ নিয়েছেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। অনুষ্ঠানে নাগরিকদের পক্ষ থেকে সাতক্ষীরার জলাবদ্ধতা, নদী-খাল খনন, স্বাস্থ্য ব্যস্থাপনার অনিয়ম ও দুর্নীতি, পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, অর্থনৈতিক উন্নয়ন, নাগরিক সুবিধা ও সড়ক সংস্কার, আমলাতান্ত্রিক জটিলতা, শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ-দুর্নীতি, বাইপাস সড়ক ভোমরা সড়কে সংযুক্ত করা, সরকারি চাকরিতে প্রমোশনের ক্ষেত্রে বৈষম্য, পর্যটনের বিকাশ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনায় অংশ নিয়েছেন নাগরিক আন্দোলন মঞ্চ, সাতক্ষীরার সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মাসুম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি মো. সুদীপ্ত শাহীন ও ডেইলি অবজারভারের সিনিয়র স্টাফ রিপোর্টার মামুন।
আগামী রবিবার ২ ফেব্রুয়ারি রাত ১০টায় একুশে টেলিভিশনে অনুষ্ঠানটি দেখার জন্য সাতক্ষীরাবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।