সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির এক সভায় সাতক্ষীরা সড়ক বিভাগ, এলজিইডি ও পৌরসভার বিভিন্ন সড়ক চলাচলের অযোগ্য হয়ে পড়ায় দ্রুত তা সংস্কারের দাবী জানানো হয়েছে। সভায় বলা হয়, কিছু সড়কের নির্মাণ কাজ শুরু হলেও কাজের ধীরগতি ও যথাযথ মান বজায় রাখা হচ্ছে না। ফলে কাজ শেষ হতে না হতেই সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। সভায় প্রাণ সায়র খাল খননে অনিয়ম দুর্র্নীতি বন্ধ করার দাবী জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির আহবায়ক মোঃ আনিসুর রহিম। সভায় বক্তব্য রাখেন, প্রফেসর আব্দুল হামিদ, অধ্যক্ষ আশেক ই এলাহী, এড. শেখ আজাদ হোসেন বেলাল, আনোয়ার জাহিদ তপন, আলী নূর খান বাবলু, এড. আল মাহামুদ পলাশ, মাধব চন্দ্র দত্ত্ব, আব্দুর রহমান, জাহাঙ্গির আলম, গাজী শাহজাহান সিরাজ, মোঃ আব্দুর রশিদ, এড. মুনির উদ্দিন, আবুল হোসেন, জহুরুল কবির প্রমুখ। সভা পরিচালনা করেন সদস্য সচিব আবুল কালাম আজাদ। সভায় জেলা নাগরিক কমিটির ২১ দফা বাস্তবায়নে বিস্তারির আলোচনা করেন উপস্থিত সদস্যবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি