অর্থনীতি

সাতক্ষীরায় নারী উদ্যোক্তা উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের কর্মশালা

By Daily Satkhira

February 01, 2020

আসাদুজ্জামান: দেশের নারী সমাজকে অর্থনৈতিক মূলধারায় নিয়ে আসার লক্ষ্যে উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে দুই হাজার কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এরই মধ্যে দেশের ছয় শতাধিক নারী উদ্যোক্তাকে বিভিন্ন বিষয়ের ওপর প্রশিক্ষণ দেওয়াও শুরু হয়েছে। শনিবার সাতক্ষীরায় বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ‘ব্যাংকার-নারী উদ্যোক্তা’ শীর্ষক এক কর্মশালায় একথা জানান কর্মকর্তারা। ক্ষুদ্র ও মাঝারি আকারের দুই থেকে পাঁচ বছর মেয়াদি ঋণ সুবিধা নিয়ে নারী উদ্যোক্তারা সহজেই তাদের আর্থ সামাজিক উন্নয়ন ঘটাতে পারবেন জানিয়ে আয়োজকরা আরও বলেন এতে সহজ শর্ত এবং স্বল্পসুদের সুযোগ রয়েছে। দেশে নারী উদ্যোক্তা বাড়ানো গেলে তা বহুজনের কর্মসংস্থান বৃদ্ধি এবং দারিদ্র ও বেকারত্ব দুরীকরণ ও অর্থনীতির ওপর ইতিবাচক প্রভাব ফেলবে।

সাতক্ষীরা শহরের অদুরে মোজাফফর গার্ডেনের মিলনায়তনে আয়োজিত ‘এসএমইডিপি’ প্রকল্প কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জোয়ার্দার ইসরাইল হোসেন। প্রকল্প উপ-পরিচালক মো. রেজাউল করিম সরকারের সভাপতিত্বে কর্মশালায় আরও বক্তব্য রাখেন জাতীয় নারী উদ্যোক্তা উন্নয়ন কর্মকর্তা শাহনাজ ইসলাম, প্রকল্প উপপরিচালক বিধান চন্দ্র সাহা, নারী উদ্যোক্তা ফারদিন ডেইরি ফার্মের রাবু ও বুনন হস্তশিল্পের হোসনে আরা রহমান। সাতক্ষীরায় এই প্রকল্পের মাধ্যমে ঋণ সুবিধা নিয়ে চিংড়ি চাষ, কাঁকড়া চাষ, ডেইরি ফার্ম, বুটিক শিল্প, মৌ চাষ, মৃৎশিল্প, কৃষি ও কুটির শিল্পসহ বিভিন্ন খাতে নারী উদ্যোক্তা সৃষ্টির সুযোগ রয়েছে। সাতক্ষীরায় ১২টি ব্যাংকের মাধ্যমে এই ঋণ বিতরণ করা হয়ে থাকে বলে উল্লেখ করা হয় কর্মশালায়।