জাতীয়

ইভিএমে আঙুলের ছাপ মেলেনি সিইসি’র! ভরসা জাতীয় পরিচয়পত্র

By Daily Satkhira

February 01, 2020

ভিন্ন স্বাদের খবর: নানা আলোচনা-সমালোচনার মধ্য দিয়ে অবশেষে অনুষ্ঠিত হচ্ছে ঢাকা সিটি করপোরেশন নির্বাচন-২০২০। এবারের নির্বাচনে দেশের সব রাজনৈতিক দলের প্রার্থীই অংশগ্রহণ করেছেন। পছন্দের প্রার্থীদের ভোট দিতে তাই নির্বাচন কেন্দ্রে আসছেন ভোটাররা। ঠিক একইভাবে ভোট দিতে আসেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।

শনিবার সকাল পৌনে ১১টার দিকে উত্তরা ৫ নম্বর সেক্টরের আইইএস স্কুল ও কলেজ কেন্দ্রে ভোট দিতে আসেন তিনি। কলেজ ভবনের দোতালায় ৮ নম্বর বুথে তিনি ভোট দিতে আসেন।

তবে ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) মেশিনে তার ফিংগার প্রিন্ট মেলেনি। পরবর্তী সময়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর দিয়ে ভোট দেন প্রধান নির্বাচন কমিশনার।

ইভিএম মেশিনে ফিংগার প্রিন্ট না মেলার বিষয়ে সিইসি সাংবাদিকদের বলেন, ‘কারও ফিংগার প্রিন্ট না মিললেও ভোট দেওয়ার তিন-চারটি উপায় আছে। সেভাবে তারা ভোট দিতে পারবেন।’ সহকারী প্রিজাইডিং কর্মকর্তা সিদ্দিকা বুলবুল এ বিষয়ে বলেন, ‘সিইসির প্রথম দুটি বৃদ্ধাঙ্গুলির ছাপ নেওয়ার চেষ্টা করা হয়। তবে তা ম্যাচ করেনি। পরে আমরা আর চেষ্টা করিনি। আমরা তার এনআইডি নম্বর দিয়ে ভোট নিয়েছি।’