ডেস্ক রিপোর্ট: ‘কে না জানে আত্মার তৃপ্তি আসে আনুগত্যের রসে, আর জনপদের বর্ধন ঘটে সাংস্কৃতিক চেতনাবোধে’ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সরকারি কলেজে বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ-২০১৯ উদ্বোধন হয়েছে। শনিবার (০১ ফেব্রæয়ারি) সকাল ১০টায় সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যক্ষ প্রফেসর এস এম আফজাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আমানুল্লাহ আল হাদী, শিক্ষক পরিষদের সম্পাদক আবুল কালাম আজাদ এবং সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ আয়োজন কমিটির আহবায়ক কমিটির সভাপতি মহাদেব চন্দ্র সিংহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক অলিউর রহমান রিপন। উদ্বোধনী দিনে ক্বেরাত, গীতা পাঠ, বাংলা কবিতা আবৃত্তি, ইংরেজি কবিতা আবৃত্তি, জ্ঞান জিজ্ঞাসা (১ম রাউন্ড) এবং দেশাত্মবোধক গানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।