কালিগঞ্জ

নলতা মাধ্যমিক বিদ্যালয়ে ড. হোসনে আরা বানু বৃত্তির ৬০ হাজার টাকা প্রদান”

By daily satkhira

February 01, 2020

তরিকুল ইসলাম লাভলু : সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলাধীন নলতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন কৃতি ছাত্রী, কানাডা প্রবাসী ইঞ্জিনিয়ার ড.হোসনে আরা বানু বৃত্তির প্রথম কিস্তির ৬০ হাজার টাকা প্রদান করা হয়েছে। অত্র বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক, নলতা ইউপির মাঘুরালী গ্রামের বাসিন্দা মরহুম ছিয়ামত আলী বিশ্বাসের ৪র্থ কন্যা ও ডা: মো: শহীদুল আলম’র আপন বোন প্রকৌশলী ড. হোসনে আরা বানু তার নিজের নামে দীর্ঘদিন থেকে এ বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ১০ শ্রেণি পর্যন্ত বাছাইকৃত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তির টাকা প্রদান করে আসছেন। তারই অংশ হিসেবে ১ ফেব্রুয়ারি শনিবার সকাল সাড়ে ১০ টায় নলতা মাধ্যমিক বিদ্যালয়ের বাছাইকৃত ২০ জন শিক্ষার্থী প্রত্যেককে মাসিক ৫শত টাকা হারে জানুয়ারি থেকে জুন ২০২০ প্রথম কিস্তির ৩ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা প্রদানকালে নলতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মোনায়েম এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ড. হোসনে আরা বানু’র মেজ ভাই বিশিষ্ট সমাজসেবক মো. হাবিবুর রহমান, নলতা শরীফ প্রেসক্লাবের সভাপতি প্রভাষক মো. মনিরুজ্জামান (মহসিন), নলতা এসডিএফ সংস্থার নির্বাহী পরিচালক মো. আশরাফুল ইসলাম, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাহবুর রহমান সহ অন্যান্য শিক্ষক-কর্মচারী ও সংশ্লিষ্ট শিক্ষার্থীবৃন্দ। ২০২০ সালের প্রথম কিস্তিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা হলো- দশম শ্রেণির ৩জন, নবম শ্রেণির ৫জন, অষ্টম শ্রেণির ৩জন, সপ্তম শ্রেণীর ৩জন এবং ষষ্ঠ শ্রেণির ৬জন সহ মোট ২০জন। বক্তাগণ শিক্ষার্থীদের বৃত্তির উক্ত টাকা লেখাপড়ার কাজে ব্যয় করে সুনাগরিক হওয়া এবং ডক্টর হোসনে আরা বানুর এধরণের মহতি কাজের জন্য সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা ক