শ্যামনগর অফিস : শ্যামনগরে পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত করার লক্ষ্যে সীমাহীন অন্যায় অত্যাচার ও নির্যাতনের অভিযোগ করেছে এক অসহায় নারী। মাজাট অনন্তপুর গ্রামের লোকমান হোসেনের স্ত্রী কোহিনুর বেগম র্যাব-৬ অফিস, স্থানীয় ভুরুলিয়া ইউনিয়ন পরিষদ সহ বিভিন্ন দপ্তরে দায়েরকৃত অভিযোগে জানা যায়, একই গ্রামের শেখ জামির আলী, করিম গাজী, আব্দুর রব, মেজবাউল হক, করুনা বিবি তার পরষ্পর আত্মীয় ও প্রতিবেশী। কোহিনুরের পিতা শেখ আবুল কাশেম ৩ বছর পূর্বে মৃত্যুবরন করায় ২ কন্যা, ১ পুত্র ও তার মাকে ওয়ারেশ রেখে যান। পিতার নামীয় অস্থাবর সম্পত্তি ওয়ারেশগন পৈত্রিক সূত্রে অন্যান্যরা দাবীদার হলেও কোহিনুর বেগমের পৈত্রিক অংশ থেকে বঞ্চিত ও বিতাড়িত সহ গভীর ষড়যন্ত্রের অভিযোগ উঠে। ভুরুলিয়া ইউপি চেয়ারম্যান বরাবরে অভিযোগ করা হলে তারা শালিসী বৈঠকে উপস্থিতি হয়নি। পরবর্তীতে শ্যামনগর সহকারী কমিশনার (ভূমি) বরাবরে লিখিত আবেদন করেও কোন সুরাহ হয়নি। সম্পত্তির কথক অংশ পাশ্ববর্তী কালিগঞ্জ উপজেলায় থাকায় গোপনে অন্যান্যরা অণ্যত্রে বিক্রয় করতে গেলে কর্তৃপক্ষকে জানালে রেজিষ্ট্রি কার্যক্রম বন্ধ থাকে। পরবর্তীতে ভিন্ন কৌশল অবলম্বন করে জমি অন্যত্রে বিক্রি করে দেয়। কোহিনুরের সম্পত্তি যথাযথ থাকলেও উক্ত ব্যক্তিবর্গের বিভিন্ন কার্যক্রমে সম্পত্তি উদ্ধার করতে পারছে না। শ্যামনগর থানার মাজাট অনন্তপুর মৌজার ৮৩ শতক, কালিগঞ্জ থানার নিজদেবপুর মৌজার ০.১৭ একর জমি থেকে বঞ্চিত কোহিনুর। অসহায় কোহিনুর বেগমের পরিবার প্রতিনিয়ত মারপিট, খুন-জখম, হুমকি-ধামকি ও মিথ্যা মামলার ভয়ে আতঙ্কিত রয়েছে। শ্যমনগর থানায় সাধারন ডায়েরী করা হলে তারা আরও ক্ষিপ্ত হয়ে উঠেছে। কোহিনুর বেগম তার সম্পত্তি বৈধভাবে ভোগদখল করতে ইচ্ছুক হওয়ায় তার ও তার পরিবারের প্রতি চরম হুমকির মুখে। এ ব্যাপারে যথাযথ প্রশাসনের হস্তক্ষেপে কোহিনুর বেগম তার পৈত্রিক সম্পত্তি উদ্ধারে সহযোগীতা কামনা করেছে।