আন্তর্জাতিক

ভারতে করোনাভাইরাস; কেরালায় ‘বিপর্যয়’ ঘোষণা

By Daily Satkhira

February 04, 2020

বিদেশের খবর: ভারতের কেরালায় কাসারগড়ে গতকাল সোমবার তৃতীয় করোনাভাইরাস আক্রান্ত রোগী পাওয়া গেছে। এর পরই এই ভাইরাসকে ‘রাজ্যের বিপর্যয়’ বলে ঘোষণা করল কেরালা রাজ্য সরকার। খবর আনন্দবাজার পত্রিকার।

স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজা বলেছেন, রোগীদের হাসপাতালের ‘আইসোলেশন ওয়ার্ডে’ রাখা হয়েছে। আতঙ্কের কোনও কারণ নেই। কড়া পর্যবেক্ষণে রাখা হচ্ছে আক্রান্তদের। কেরালায় ইতিমধ্যে ‘আইসোলেশন’-এ রেখে পর্যবেক্ষণ করা হচ্ছে ১৭ জনকে। কোট্টায়ামের বাসিন্দা আরও ২ জনকে সংক্রমণের আশঙ্কায় সরকারি হাসপাতালের ‘আইসোলেশন ওয়ার্ডে’ পাঠানো হয়েছে। রুটিন পরীক্ষার সময়ে ওই দু’জনের শরীরে করোনাভাইরাসের লক্ষণ দেখা যাওয়ায় তাদের হাসপাতালে পাঠান স্বাস্থ্যকর্মীরা। ওই দু’জন দু’সপ্তাহ আগে চীন থেকে ফিরেছিলেন।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী হর্ষ বর্ধন বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে পরিস্থিতির উপরে নজর রাখছেন। আমি নিজেও কেরালার স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখছি।