সাতক্ষীরা

পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ে দুর্নীতি বিরোধী প্রতিযোগিতা

By daily satkhira

February 04, 2020

নিজস্ব প্রতিনিধি: পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ে দুর্নীতি বিরোধী বিতর্ক, রচনা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় পলাশপোল স্কুল প্রাঙ্গণে দুর্নীতি দমন কমিশনের সহযোগিতায় ও পলাশপোল উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোমিনুল ইসলাম শামিম। প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হোসেন। বিতর্ক প্রতিযোগিতায় বিচারক ছিলেন শিক্ষক শামিমুর রহমান, মাও. আনোয়ারুল হাসান ও প্রিয়াংকা রাণী। মডারেটর ছিলেন শিক্ষক মো. ইসরাইল আলম। বিতর্ক প্রতিযোগিতায় নবম শ্রেণির দল বিজয়ী হয়। শ্রেষ্ঠ বক্তা হিসেবে পুরস্কার গ্রহণ করেন নবম শ্রেণির শিক্ষার্থী আবির হোসেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সুরাইয়া পারভীন। এসময় বিদ্যাললয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।