ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেছেন, শিক্ষিত যুবসমাজ চাকরি না পেয়ে উদ্যোক্তা হবেন, এমনটি নয়। চাকরির চেষ্টা না করে উদ্যোক্তা হবেন- এমনটাই প্রত্যাশা। মঙ্গলবার শহরের মিজান টাওয়ারে বিডার উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্পের আওতায় আয়োজিত নতুন উদ্যোক্তাদের এক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এই প্রত্যাশা ব্যক্ত করেন। ‘এলডিসি থেকে উত্তরণ ও বঙ্গবন্ধুর ভূমিকা এবং ব্যবস্থাপনা দক্ষতা’ বিষয়ক এই প্রশিক্ষণে জেলা প্রশাসক আরও বলেন, উদ্যোক্তা হতে হলে কীভাবে পরিকল্পনা করতে হবে, কী ধরনের সমস্যা, সম্ভাবনা ও চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে তা চিহ্নিত করে সেসম্পর্কে জ্ঞান অর্জন পূর্বক এগিয়ে যেতে হবে। এতে উদ্যোগ সফল হবে, ব্যবসা তরান্বিত হবে।