শ্যামনগর

শ্যামনগরে ইভটিজিংএ বাধা দেওয়ায় শিক্ষক আহত

By daily satkhira

February 04, 2020

শ্যামনগর অফিস: শ্যামনগর কেন্দ্রীয় মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালন শেষে বাড়ী ফেরার পথে বখাটেদের হামলায় শিকার হলেন মাওঃ শাহজুদ্দীন (৪০)। তিনি কাশিমাড়ী আদর্শ মহিলা আলিম মাদ্রাসার আরবী প্রভাষক ও ঘোলা গ্রামের দাউদ গাজীর পুত্র। সূত্রে প্রকাশ, মঙ্গলবার (৪ ফেব্র“য়ারী) বেলা ২টার দিকে ঘোলা গ্রামের রাস্তায় গাড়ী গতিরোধ করে একই এলাকার সোলাইমান গাজীর পুত্র বখাটে খালিদ হাসান আতাহার এর নেতৃত্বে এ হামলা চালানো হয়। ইতিপূর্বে খালিদ হাসান আতাহার গাজী আব্দুল হামিদ মডেল দাখিল মাদ্রাসার ছাত্রীকে উত্ত্যাক্ত করায় স্থানীয় পর্যায়ে গন্যমান্যদের উপস্থিতিতে ক্ষমা প্রার্থনা করে মুক্তি পায়। এছাড়া সম্প্রতি আতাহার একই গ্রামের দাখিল পরীক্ষার্থী এক মেয়ের সাথে জোরপূর্বক অবৈধ সম্পর্ক করার অপরাধে ধৃত হলে তার বিরুদ্ধে মামলা হয়। প্রতিবেশী মাওঃ শাহজুদ্দীন মেয়েটির ঘনিষ্ট আত্মীয় হওয়ায় তার এহেন কর্মকান্ডের বিরোধীতা করে। এতে আতাহার ক্ষীপ্ত হয়ে সুযোগ খুজতে থাকে। ৪ ফেব্র“য়ারী মাওঃ শাহজুদ্দীন পরীক্ষার্থী ছাত্রীদের নিয়ে বাড়ী ফেরার পথে আতাহার পূর্বশত্র“তার জেরে এবং বর্তমানে একই কায়দায় ইভটিজিং অব্যাহত রাখে। ইভটিজিং এর প্রতিবাদ করায় মাওঃ শাহজুদ্দীন কে আতাহারের বাড়ী সংলগ্ন রাস্তায় বেরিগেট দিয়ে রাস্তা অবরোধ করে গাড়ী গতিরোধ করায়। এ সময় আতাহারের নেতৃত্বে এক দল বখাটে এলোপাতাড়ি ভাবে মাওঃ শাহজুদ্দীনকে মারতে থাকে। বখাটেদের আক্রমনে শিক্ষকের রক্তাক্ত জখম করে মারাত্মক আহত করা হয়। স্থানীয়রা এ ধরনের মারপিটের ঘটনায় জানতে পেরে শাহজুদ্দীনকে উদ্ধার করতে আসলে বখাটেরা দ্রুত পলায়ন করে। মাওঃ শাহজুদ্দীন কে শ্যামনগর হাসপাতালে অচেতন অবস্থায় ভর্তি করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার মিনা হাবিবুর রহমান, মাদ্রাসা শিক্ষক সমিতির (জমিয়াতুল মুদার্রেসিন) জেলা সভাপতি অধ্যক্ষ ওজায়েরুল ইসলাম, মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রহমান সহ বিভিন্ন ব্যক্তিবর্গ হাসপাতালে মাওঃ শাহজুদ্দীনকে দেখতে জান। বখাটেদের দ্রুত আইনের আওতায় আনতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়েছে। এ ঘটনায় শ্যামনগর থানায় মামলার প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।